বিজ্ঞান ও প্রযুক্তি

১৪ নতুন প্রজাতির প্রাণী আবিষ্কার!প্রাণীবিদ শান্তনু মিত্রর হাত ধরে বিশ্ব-দরবারে বাংলার নাম উজ্জ্বল।

১৪ নতুন প্রজাতির প্রাণী আবিষ্কার!প্রাণীবিদ শান্তনু মিত্রর হাত ধরে বিশ্ব-দরবারে বাংলার নাম উজ্জ্বল।
Key Highlights

নতুন প্রাণের সন্ধানে গবেষণা করা নেশা,আর সেই নেশাতেই প্রাণীবিদ শান্তনু মিত্র ১৪টি নতুন প্রজাতির প্রাণীর সন্ধান দিয়েছেন। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পত্র-পত্রিকায় তাঁর ১০৯টি নিবন্ধ বেরিয়েছে। ২০১৭ সালে মিজোরামে নতুন প্রজাতির কাঁকড়া টেরেটামন ইন্ডিকম আবিষ্কার করেছিলেন শান্তনু মিত্র এরপর হিমালয়ের নতুন প্রজাতির কাঁকড়ার গণ ও প্রজাতি আবিষ্কার করেন তিনি, ভারতের স্থলভাগে ১২৫ ধরনের কাঁকড়ার মধ্যে দশটি আবিষ্কার করেছেন শান্তনুবাবু। স্বীকৃতি মিলেছে জু-ব্যাঙ্কের। শান্তনুবাবুর জন্ম ১৯৭১ সালে তারকেশ্বরে। জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে কর্মরত প্রাণীবিদ শান্তনু মিত্র। নিজের কাজের নেশায় বাড়িতেই বানিয়ে ফেলেছেন ল্যাবরেটরি। শান্তনুবাবু বলেছেন বর্তমান প্রজন্ম তার কাজ দেখে বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত হলে তার গবেষণা স্বার্থক হবে।