Barasat | শনির সন্ধ্যায় বারাসাতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই গোটা গোডাউন, বন্ধ যানচলাচল

শনিবার ভরসন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল বারাসত। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল বারাসত। শনিবার ভরসন্ধ্যায় বারাসতের কদম্বগাছি পঞ্চায়েতের বামুনমোড়া এলাকায় একটি গোডাউনে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে একটি গোডাউন থেকে পাশের পরপর গোডাউনে আগুন ছড়িয়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। স্থানীয়দের আশঙ্কা, কয়েকটি গোডাউনে শিশুদের ন্যাপকিন মজুত থাকে। কয়েকটিতে রং এবং ইলেকট্রনিক্সের সামগ্রী ছিল। তাতেই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের জেরে বারাসত টাকি রোডে যানচলাচল থমকে গিয়েছে।
- Related topics -
- রাজ্য
- বারাসাত
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা