‘টনিক’-এর থেকেও ‘কিশমিশ’ আরও প্রিয় হয়ে উঠেছে দর্শকদের, জানালেন দেব-রুক্মিণী
Key Highlightsপ্রথম দিনের প্রথম শো থেকেই বেশির ভাগ প্রেক্ষাগৃহে ঝুলছে ‘হাউজফুল বোর্ড’। 'কিশমিশ’ নিয়ে তাই বেশ উচ্ছ্বসিত দেব-রুক্মিণী!
টনিক’কেও ছাপিয়ে গেল ‘কিশমিশ’। বাণিজ্যে দেবী লক্ষ্মীর পূর্ণ কৃপাদৃষ্টি। শুধুই শহর নয়, শহরতলিতেও প্রথম দিন থেকে ‘হাউজফুল বোর্ড’ ঝুলছে বেশির ভাগ প্রেক্ষাগৃহে।
শো ভরিয়ে দিচ্ছেন এই প্রজন্মের কলেজ পড়ুয়া থেকে শুরু করে সব বয়সীর দর্শক। ছবির সফলতা নিয়ে মুখ খুললেন প্রযোজক দেবে।প্রযোজক তথা অভিনেতা দেবের অকপট স্বীকারোক্তি, ‘‘নতুন পরিচালক। অনেক দিন পরে ভালবাসার গল্প। এই ধরনের ছবি এখন প্রায় দেখাই যায় না। সব মিলিয়ে মনে হয়েছিল, বাজি ধরলে কেমন হয়? বলতে পারেন জুয়া খেলেছি, জিতেওছি।’’
আরও পড়ুন: দেবের রাজনৈতিক জীবন এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে কী জানালেন দেব ঘরনী অভিনেত্রী রুক্মিণী মৈত্র
দেবের কথার সুরই মিলল দেব ঘরনি রুক্মিণীর কথাতেও। তাঁর মতে, অভিনীত চরিত্র ‘রোহিণী’র মধ্যে দিয়ে তিনি দুই প্রজন্মের ভালবাসা অনুভব করেছেন। যার ছোঁয়ায় তিনি হেসেছেন, ব্যথাও পেয়েছেন। অভিনেত্রী জানান বক্তব্য, ‘‘দর্শক, সমালোচক অনেক কিছু বলবেন। সংবাদমাধ্যমের শিরোনামেও হয়তো অনেক কিছু লেখা হবে। তাতে আমার জীবন, সিদ্ধান্ত বদলায় না। এই ছবি যতটা দেবের ততটাই আমার। ২০১৫-য় পরিচালক রাহুল মুখোপাধ্যায় আমায় প্রথম এই ছবির জন্য ভেবেছিলেন। সেই সময় আমি অভিনয় দুনিয়ায় আসিনি। নানা কারণে ছবিটিও হয়নি। ২০১৯-এ ছবিটি আবার আমার কাছে এল। এ বার দেবের মাধ্যমে। তখনই বুঝেছি, এই ছবি আমার ভাগ্যেই আছে। বিপরীতে দেব থাকুক বা অন্য কেউ। তাই এ সব নিয়ে আর ভাবিনি।’’
- Related topics -
- বিনোদন
- টলিউড
- রুক্মিণী মৈত্র
- দেব
- কিশমিশ








