গোয়ার কোনও রেস্তোরাঁর মালিকানাই নেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বা তাঁর মেয়ের নামে, এমনটাই মন্তব্য করলো দিল্লি হাইকোর্ট

Monday, August 1 2022, 6:06 pm
highlightKey Highlights

সোমবার দিল্লি হাইকোর্ট জানিয়েছে, স্মৃতি ইরানি ও তাঁর মেয়ে গোয়ার কোনও রেস্তোরাঁর মালিক নন। এখনও পর্যন্ত তাঁদের নামে কোনও লাইসেন্স জারি করা হয়নি।


সোমবার দিল্লি হাইকোর্টের থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় স্মৃতি ইরানিবা তাঁর মেয়ের নামে গোয়ায় কোনও রেস্তোরাঁর লাইসেন্স জারি করা হয়নি। তাঁরা কখনই গোয়ার কোনও রেস্তোরাঁয় লাইসেন্সের জন্য আবেদন করেননি। রেস্তোরাঁ বা জমির মালিকও স্মৃতি ইরানি বা তাঁর মেয়ের নয়।

এই বিষয়ে দিল্লি হাইকোর্টের কী বক্তব্য জানুন

গত শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতি মিনি পুষ্কর্ণ জানান, প্রকৃত ঘটনা যাচাই না করেই কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর মেয়ের বিরুদ্ধে অপবাদমূলক প্রচার চালিয়েছেন কংগ্রেসের নেতারা। তাঁরা সাংবাদিক সম্মেলন করেন এই বিষয়ে। এরপরে কংগ্রেস নেতারা এই বিষয়ে টুইট করেন। টুইট ও রিটুইটের জেরে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ঘটনার জেরে স্মৃতি ইরানি ও তাঁর ১৮ বছরের মানহানি হয়। ইউটিউব, ফেসবুক, ট্যুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এই পোস্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি।

Trending Updates

প্রায় এক সপ্তাহ আগে কংগ্রেসের তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে অভিযোগ করা হয়, সিলি সোলস গোয়া নামের বার বেআইনিভাবে চালানো হচ্ছে। ওই রেস্তোরাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তার একটি প্রতিলিপি সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেন কংগ্রেসের নেতারা। এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র পবন খোরা জানান, স্মৃতি ইরানির মেয়ে গোয়ায় জাল লাইসেন্স নিয়ে একটি অবৈধ বার চালান। বার ও রেস্তোরাঁটি লাইসেন্স যার নামে রয়েছে, তিনি ২০২১ সালের মে মাসে মারা গিয়েছেন। কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পদত্যাগ দাবি করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File