দেশ

Digene Gel | গ্যাস, অম্বলের জন্য একমাত্র ভরসা ডাইজিন? সাবধান! এই ওষুধ ব্যবহারে সতর্ক করলো ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া!

Digene Gel | গ্যাস, অম্বলের জন্য একমাত্র ভরসা ডাইজিন? সাবধান! এই ওষুধ ব্যবহারে সতর্ক করলো ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া!
Key Highlights

অম্বল, হজমের সমস্যার জন্য অসংখ্য ভারতীয় ভরসা করে থাকেন ডাইজিন জেল-র ওপর। তবে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই এই ওষুধ ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। জানুন কেন?

হজমের সমস্যা, অম্বল বা চোঁয়া ঢেঁকুর হলেই কম বয়সী থেকে শুরু করে থুরথুরে বুড়ো, অনেক ভারতীয়ই ভরসা করে থাকেন নানান অ্যাসিডিটির ওষুধের উপর। এরকম বহু গ্যাস, অম্বলের ওষুধ অসংখ্য দেশবাসীর সংসারে জায়গা করে নিয়েছে পরিবারের সদস্যের মতোই। যার মধ্যে অন্যতম হলো ডাইজিন জেল (Digene Gel)। ৩০ পেরোনোর পর পরই বহু আমজনতার একমাত্র ভরসা হয়ে ওঠে এই ওষুধ। তবে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (Drug Controller General of India) বা ডিসিজিআই (DCGI) ডাইজিন জেল (Digene Gel) ব্যবহার নিয়ে জারি করেছে সতর্কতা বার্তা।

সম্প্রতি ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডাইজিন জেল (Digene Gel) নিয়ে এক নির্দেশিকা জারি করেছে। যাতে এই ওষুধ না ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি এই অ্যান্টাসিড সিরাপ, ডায়জিন জেল (Digene Gel) তৈরী করা ফার্মা কোম্পানি, অ্যাবট ইন্ডিয়া (Abbott India) তাদের গোয়া (Goa) প্ল্যান্টে তৈরি ডায়জিন সিরাপ প্রত্যাহারও করতে চলেছে। বহু বছর ধরে লাখ লাখ আমজনতার ভরসা ডাইজিন জেল কী তাহলে বন্ধ হয়ে যাবে?  ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকেই বা কী নির্দেশিকা দেওয়া হয়?

ডাইজিন জেল সম্পর্কে ডিসিজিআই-র নির্দেশিকায় কী বলা হয়েছে? । What does the DCGI guideline say about Digene Gel?

ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তাদের নির্দেশিকায় জানিয়েছে, ওষুধ প্রস্তুতকারক সংস্থা অর্থাৎ অ্যাবট ইন্ডিয়া (Abbott India)-র গোয়া ইউনিটে ডাইজিন জেল (Digene Gel) তৈরি হয়েছে, সেগুলি অসুরক্ষিত হতে পারে। অর্থাৎ গোয়া প্ল্যান্টে তৈরী এই ওষুধ খেলে কোনও বিরুপ প্রতিক্রিয়া হতে পারে বলে। যার ফলে ওই প্ল্যান্টে তৈরী ওষুধ সাধারণ মানুষ, বিশেষত রোগীদের  ব্যবহার বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। 

সূত্রের খবর, মূলত এক গ্রাহকের অভিযোগের পরেই বিষয়টি সামনে আসে। গত ৯ই অগাস্ট এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকে। ওই গ্রাহকের দাবি ছিল, সাধারণ ভাবে ডায়জিনের স্বাদ হয় মিষ্টি হয় এবং রঙ হয় গোলাপি। কিন্তু তিনি অভিযোগ জানিয়ে  বলেন, তাঁর ব্যাচের দ্বিতীয় বোতলটিতে থাকা ডায়জিন সিরাপের স্বাদ ছিল তেতো এবং এটির রঙও ছিল সাদা। এরপর অ্যাবোটের তরফে ১১ই অগাস্ট জানানো হয়, তারা এই ব্যাচে তৈরি ডায়জিন বাজার থেকে তুলে নিচ্ছে।

গোটা বিষয়টি নজরে আসে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ারও। এরপরই এই সংস্থার ওয়েবসাইটে নোটিশ জারি করে রোগীদের এবং গ্রাহকদের অ্যাবটের গোয়া প্ল্যান্টে তৈরি অ্যান্টাসিড সিরাপ ডায়জিন জেল (Digene Gel) খেতে নিষেধ করে। তবে রোগীর স্বাস্থ্য উদ্বেগের বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ডিসিজিআই একটি চিঠিতে জানিয়েছে, যদি এই ওষুধের সম্পর্কে কোনও সন্দেহজনক ঘটনা ঘটে তাহলে তা দ্রুত অভিযোগ করতে।

অন্যদিকে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে ডাইজিন জেল-র প্রস্ততকারক সংস্থা অ্যাবট ইন্ডিয়া। সংস্থা জানিয়েছে, বাজার থেকে গোয়ার কারখানায় তৈরি হওয়া যাবতীয় ডাইজিন জেল তুলে নেওয়া হচ্ছে। বিচ্ছিন্নভাবে গ্রাহকরা স্বাদ ও গন্ধ নিয়ে অভিযোগ জানানোর ফলে এমন করা হচ্ছে। যদিও স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যার ঘটনা হয়নি। পাশাপাশি অ্যাবট ইন্ডিয়া সংস্থার আধিকারিক দাবি করেন, ডায়জিনের অন্য ফর্ম যেমন ডায়জিন ট্যাবলেট এবং স্টিক প্যাকের উপর কোন প্রভাব পড়েনি। একইসঙ্গে কোম্পানির অন্য প্ল্যান্টে উৎপাদিত কোনও ধরনের কোনও ডায়জিনের উপরও প্রভাব পড়েনি। অর্থাৎ কেবল ডাইজিন জেল-র (Digene Gel) ক্ষেত্রেই ওই সমস্যা দেখা দিয়েছে এবং ওই ওষুধই বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে।