শিক্ষা

বড় ঘোষণা সংসদের! উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচিতে বদল ঘটলো

বড় ঘোষণা সংসদের! উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচিতে বদল ঘটলো
Key Highlights

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখে পরীক্ষার সূচি বদল করার সিদ্ধান্ত সংসদের।

বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। চারটি পরীক্ষার দিন বদল হল। সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা জন্য উচ্চ মাধ্যমিকের চারটি পরীক্ষার দিন বদল করা হচ্ছে। বাকি পরীক্ষার দিনগুলি অপরিবর্তিত থাকছে। একতরফা ভাবে জয়েন্ট এন্ট্রান্সের রুটিন প্রকাশ করা হয়েছে বলে দাবি সংসদের।

জেনে নেওয়া যাক কবে কোন পরীক্ষা হবে

১৩ই এপ্রিল, ১৬ই এপ্রিল, ১৮ এবং ২০ এপ্রিলের পরীক্ষাগুলির দিন পরিবর্তন করা হয়েছে। ১৩ তারিখে দর্শন ও সমাজবিজ্ঞানের যে পরীক্ষা ছিল, সেটাই বদলে হচ্ছে ১৮ এপ্রিল।  ১৬ তারিখে যে সব পরীক্ষার হওয়ার কথা ছিল, সেগুলি হল রসায়ন, সাংবাদিকতা, সংস্কৃত, আরবি, ফরাসি। এই পরীক্ষাগুলি হবে, ১৩ এপ্রিল। ১৮ ই এপ্রিল ছিল স্ট্যাটিসটিক্স, ভূগোল, হোম ম্যানেজমেন্টের পরীক্ষা। বদলে সেই পরীক্ষা হবে ২৫ এপ্রিল। এবং ২০ এপ্রিল ছিল অর্থনীতির পরীক্ষা, যা পিছিয়ে ২৭ এপ্রিল করা হয়েছে।

মূলত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কারণেই এই দিনগুলি বদল করতে হয়েছে। একই দিনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পড়ে যাওয়ায় পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারত। তাই এই সিদ্ধান্ত। 

সংসদের তরফে এবিষয়ে জানানো হয়েছে, "এই ঘটনা নজিরবিহীন। কোনও একটি রাজ্যের বোর্ডের অসুবিধা হলে, জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষ দিন বদল করবে না। তাই সংসদকেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।"