আবহাওয়া

Cyclone Dana | ঘণ্টায় ১‌০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ল্যান্ডফল করবে 'ডানা'! তৈরী ১১টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল

Cyclone Dana | ঘণ্টায় ১‌০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ল্যান্ডফল করবে 'ডানা'! তৈরী ১১টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল
Key Highlights

বৃহস্পতিবার এই সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলছে।

ধেয়ে আসছে সাইক্লোন 'ডানা'! বৃহস্পতিবার এই সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলছে। ল্যান্ডফলের সময় ঘণ্টায় গতিবেগ থাকবে ১‌০০ থেকে ১১০ কিলোমিটার। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতি এড়াতে সমস্ত সরকারি কর্মচারীর ছুটি বাতিল করেছে ওড়িশা সরকার। অন্যদিকে, স্কুলগুলোকে টানা তিনদিনের ছুটি দেওয়া হয়েছে। বুধবার সকালের মধ্যে পুরী ছেড়ে চলে যাওয়ার জন্য পুণ্যার্থী এবং পর্যটকদেরও নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়াও সেরাজ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১১টি টিম মোতায়েন করা হয়েছে।