Cyclone 'Ditwah' | ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’-র জেরে তছনছ শ্রীলঙ্কা, লাগাতার বৃষ্টি আর ধসে মৃত ৫৬, আহত ১০, নিখোঁজ একাধিক

Friday, November 28 2025, 7:01 am
Cyclone 'Ditwah' | ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’-র জেরে তছনছ শ্রীলঙ্কা, লাগাতার বৃষ্টি আর ধসে মৃত ৫৬, আহত ১০, নিখোঁজ একাধিক
highlightKey Highlights

এখনও পর্যন্ত ৫৬ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম ১০ জন। ২১ জনের কোনও খোঁজই নেই।


বঙ্গোপসাগর থেকে শক্তি সঞ্চয় করেছে সাইক্লোন ‘দিতওয়াহ’। ৩০ নভেম্বর ল্যান্ডফল হতে পারে। এদিকে দুদিনের লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত শ্রীলঙ্কা। দুর্যোগ মোকাবিলা দপ্তরের বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে বাদুল্লার পাহাড়ি এলাকায় ধস নামে। ধসের জেরে মাটি চাপা পড়ে ঘরবাড়ি। এখনও পর্যন্ত ৪২৫টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। দ্বীপরাষ্ট্রে শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৫৬ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম হয়েছেন ১০ জন। ২১ জনের কোনও খোঁজই নেই। নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১,৮০০ জনকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File