তিনটি নিম্নচাপ বাসা বাঁধছে সাগরে, পুজোয় ঘূর্ণিঝড় হয়ে বাংলায় ধেয়ে আসার আশঙ্কা রয়েছে

Saturday, September 3 2022, 10:30 am
highlightKey Highlights

বাংলায় এবার বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি এসেও বৃষ্টির ঘাটতি পূরণের কথা ভাবতে হচ্ছে আবহবিদদের। অন্যদিকে রয়েছে নিম্নচাপের আশঙ্কা।


সেপ্টেম্বরে তিন তিনটি নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এমনকী সেপ্টেম্বরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপে ধেয়েও আসতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলে।

সেপ্টেম্বরে রয়েছে তিনটি নিম্নচাপের সম্ভাবনা, জানুন কী বলছে আবহাওয়া দফতর

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে ধেয়ে আসতে পারে কোনও ঘূর্ণিঝড়। এমন সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরে তিনটি নিম্নচাপ দেখা দিতে পারে বঙ্গোপসাগরে। একটি নিম্নচাপ তো উঁকি দিতে শুরু করেছে। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুক্রবারের রাত থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে।

আবহবিদদের দুশ্চিন্তা, এবার পুজোও ভাসাতে পারে নিম্নচাপ। এমনিতেই বৃষ্টির ঘাটতি রয়েছে, তা সুদে-আসলে পুষিয়ে দিতে পারে এই সেপ্টেম্বর মাস। আর সেপ্টেম্বর শেষ অক্টোবরের প্রথমেই পুজো। সেই পুজোর বাংলা ভাসাতে পারে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে। আবহবিদদের অনুমান সেপ্টেম্বরে ৩ থেকে ৫টি নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে।

একইসঙ্গে আবহবিদরা আরও বলেছেন, নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে, তা যে বাংলা উপকূলের দিকেই আসবে এমনটা নিশ্চিত করে বলা যাবে না। সমুদ্র সেপ্টেম্বরের পর থেকেই ঘূর্ণিঝড় তৈরির অনুকূল হয়ে ওঠে। তাতে ঘূর্ণাবর্ত তৈরি হলে, তা নিম্নচাপ, গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়েও পরিণত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File