FIFA World Cup Qatar 2022 : মুখ খুললেন ফুটবলের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
পারস্পরিক চুক্তিতে ইউনাইটেড ছাড়লেন ক্রিশ্চিয়ানো! রোনাল্ডোর পাশে দাঁড়ালেন না তাঁর পুরনো সতীর্থ ওয়েন রুনি।
ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় জনপ্রিয় রোনাল্ডোর সাথে যে ক্লাবের বিচ্ছেদ হতে চলেছে, তা পূর্বেই দিনের আলোর মতোই স্পষ্ট ছিল। ক্লাব থেকে বিশ্বকাপ খেলতে জাতীয় শিবিরে আসার আগেই রোনাল্ডোর একটি সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। "টেন হ্যাগ তাঁকে সম্মান করেন না। তাই তিনিও কোচকে সম্মান করেন না।" রোনাল্ডোর, পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সেই সাক্ষাৎকারে প্রকাশ্যে আশায় তা প্রবল চর্চা হয়।
চলতি মরসুমের শুরু থেকেই ম্যাঞ্চেস্টারের প্রথম একাদশে নিয়মিত ছিলেন না রোনাল্ডো; বেশিরভাগ ম্যাচেই বেঞ্চে বসেই কাটাতে হয়েছে।নেদারল্যান্ডসের টেন হ্যাগের যে রোনাল্ডোকে পছন্দ নয়, তা তাঁর দল গঠন থেকেই পরিষ্কার।
গতকাল রাতে মাত্র ৬৭ শব্দের একটি বিবৃতি সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করে ম্যান ইউ। তাতে জানানো হয়, ক্লাবের সঙ্গে মৌখিক ভাবে বিচ্ছেদ হচ্ছে রোনাল্ডোর। ওল্ড ট্র্যাফোর্ডে দুই পর্বে রোনাল্ডো যে অবদান রেখেছেন, তার জন্যে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। এটাও বলা হয়েছে, এরিক টেন হ্যাগের অধীনে ম্যান ইউ আগামী দিনে উন্নতির দিকে এগিয়ে যাবে। মৌখিক চুক্তিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এরপর মুখ খুলেছেন রোনাল্ডোও। দুর্ভাগ্যবশত তিনি পাশে পেলেন না ওয়েন রুনিকে। এক সময় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে একসঙ্গে খেলেছেন রুনি এবং রোনাল্ডো।
Cristiano Ronaldo is to leave Manchester United by mutual agreement, with immediate effect. The club thanks him for his immense contribution across two spells at Old Trafford, scoring 145 goals in 346 appearances, and wishes him and his family well in the future. Everyone at Manchester United remains focused on continuing the team's progress under Erik ten Hag and working together to deliver success on the pitch."