রাজ্য

বর্ধমানে জাতীয় সড়কে ডাম্পার-টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

বর্ধমানে জাতীয় সড়কে ডাম্পার-টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৫
Key Highlights

বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়কে (Bardhaman-Suri National Highway) ভয়াবহ দুর্ঘটনা। টোটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের জেরেই এই টোটো চালক-সহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ঠা এপ্রিল) ভোর ৫টা নাগাদ এঁরা গুসকরার দিকে একই পরিবারের ৪ জন সদস্য একটি টোটোয় চরে মাছ ধরতে যাচ্ছিলেন। দেওয়ানদিঘী থানা এলাকায় বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়কের উপর ডাম্পার ও টোটোর মুখোমুখি সংঘর্ষের জেরেই দুর্ঘটনাটি ঘটে। বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়ক ধরেই তাঁদের টোটোটি যাচ্ছিল। সেই সময় বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়ক ধরে গুসকরা থেকে বর্ধমানের দিকে আসছিল পাথরবোঝাই একটি ডাম্পার।

দেওয়ানদীঘি পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন, গঙ্গা সাঁতরা (৬৫), সরস্বতী সাঁতরা (৫৯), সীমা সাঁতরা (৪০), মামনি সাঁতরা (৩২) এবং মইনুদ্দিন মিদ্যা (৩৬)। এঁদের মধ্যে মইনুদ্দিন টোটোচালক। বাকিরা সকলে বর্ধমানের পালিতপুরের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘাতক ডাম্পারটিও আটক করা হয়েছে। তবে চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজ শুরু করেছে দেওয়ানদীঘি থানার পুলিশ।


India vs Singapore | সিঙ্গাপুরের কাছে ২:১এ হার, এশিয়া কাপে স্বপ্ন শেষ ভারতীয় দলের
Weather Update | বিদায় বর্ষার? হালকা শীতের আমেজ রাজ্যজুড়ে, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Arshad Nadeem | পিএসবির বিরোধিতা, জ্যাভলিন তারকা আরশাদের কোচকে আজীবন নির্বাসন পাকিস্তান স্পোর্টস বোর্ডের!
Border Security Force | বিএসএফের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হলেন ভাবনা চৌধুরী!
Artificial Intelligence | এবার ক্লাস 'থ্রি' থেকেই দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI-র) পাঠ, উদ্যোগী শিক্ষামন্ত্রক
Afghanistan–Pakistan | অশান্ত পাক-আফগান সীমান্ত ডুরান্ড লাইন, দুপক্ষের গোলা-গুলিতে মৃত ১২ পাক-সেনা
NH10 | শিলিগুড়ি থেকে গ্যাংটকের রাস্তায় ধস মেরামতির উদ্যোগ, টানা ৪ দিন বন্ধ থাকবে NH-10!