রাজ্য

কোভিড বিধিনিষেধ উঠে গেল রাজ্যে, নবান্নে জারি করা হলো নির্দেশিকা

কোভিড বিধিনিষেধ উঠে গেল রাজ্যে, নবান্নে জারি করা হলো নির্দেশিকা
Key Highlights

১লা এপ্রিল থেকে রাজ্যে করোনার বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সরকার। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল নবান্নের পক্ষ থেকে।

করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ কার্যত শেষ। ওমিক্রনের আতঙ্ক কাটিয়ে সাধারণ মানুষ ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে। এক বছর বাদে যেমন ফের হলে বসে পরীক্ষা দিয়েছে মাধ্যমিক পড়ুয়ারা তেমনই ২ রা এপ্রিল শনিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এছাড়াও, ১২ই এপ্রিল থেকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।

অবশেষে কোভিডের সকল বিধিনিষেধের ইতি, থাকছে না রাত্রিকালীন নিষেধাজ্ঞাও

করোনার প্রকোপ খানিক স্বাভাবিক হলেও রাজ্যে কিন্তু এতদিন কোভিড বিধিনিষেধ বহাল ছিল। কয়েকদিন আগেই এই বিধিনিষেধের মেয়াদ ৩১ শে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। মাঝে অবশ্য হোলি উপলক্ষ্যে ১৭ই মার্চ নাইট কার্ফুতে ছাড় দেওয়া হয়েছিল। এবার কোভিড বিধিনিষেধ সম্পূর্ণ প্রত্যাহার করে নিল সরকার। তবে, সাধারণ মানুষকে মাস্ক পরতে হবে এবং এছাড়াও আরও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

৩১শে মার্চ থেকে সব রকমের করোনাবিধি তুলে দেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কেউ যদি করোনাবিধি লঙ্ঘন করেন, সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া যাবে না।