কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় আরও দু’টি পদ্ধতির অনুমোদন দিলো হু
করোনার নিউ ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়ছে। এই পরিস্থিতিতে কোভিড চিকিৎসায় নয়া দু’টি পদ্ধতিকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
গত দু’বছরে কোভিড-১৯ চিকিৎসায় হাইড্রক্সক্লোরোকুইনিন, প্লাজমা থেরাপি, রেমডিসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছিল হু তবে পরে সেই সুপারিশ বাতিলও করা হয়েছে। বর্তমানে আরও নয়া দু’টি পদ্ধতিকে ছাড়পত্র দিল হু। বিশেষজ্ঞেরা জানিয়েছেন এই দু’টি পদ্ধতি ব্যবহারের ফলে বয়স্ক এবং কোমর্বিডিটিযুক্ত ব্যক্তিদের প্রাণের ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে বলে।
হু অনুমোদিত নয়া দুই পদ্ধতি সম্পর্কে জেনে নিন
প্রথম পদ্ধতিতে গুরুতর কোভিড রোগীদের চিকিৎসার জন্য কর্টিকোস্টেরয়েডের সাথে আর্থ্রাইটিসের ওষুধ ব্যারিসিটিনিব ব্যবহারের কথা বলা হয়েছে। হু-র বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে জানানো হয়েছে, এক্ষেত্রে রোগীর ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা কমবে।
দ্বিতীয় ক্ষেত্রে সোট্রোভিম্যাব নামে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহারের মাধ্যমে চিকিৎসার কথা বলা হয়েছে। ডায়াবেটিস বা ইমিউনোডেফিসিয়েন্সির মতো রোগী বা দীর্ঘদিন ভোগা করোনা রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর হতে পারে বলে মনে করছে হু।
করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে রাজ্যে তথা সারা বিশ্বে। এই পরিস্থিতির মধ্যেই এই দুই নয়া চিকিৎসা পদ্ধতি মান্যতা পেল।