স্বাস্থ্য

পিরিয়ডসের আগে ও পরে মহিলাদের করোনা ভ্যাকসিন নেওয়া নিরাপদ কী না তা জানাল Press Information Bureau

পিরিয়ডসের আগে ও পরে মহিলাদের করোনা ভ্যাকসিন নেওয়া নিরাপদ কী না তা জানাল Press Information Bureau
Key Highlights

করোনার ভ্যাকসিন নিয়ে একাধিক ভুয়ো তথ্য সোশাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। ঝড়ের গতিতে ছড়িয়ে যাচ্ছে ফেক নিউজ। তেমনই একটি পোস্টে বলা হয় যে ঋতুস্রাবের আগে ও পরের ৫ দিনে মহিলারা করোনার ভ্যাকসিন নিতে পারবেন না। এর কারণে বলা হয় যে মহিলারা ঋতুচক্র চলাকালীন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। ফলে করোনার ভ্যাকসিন নিলে তার একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া হবে। কিন্তু শনিবার কেন্দ্রের তরফে সেই তথ্যকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করে PIB। PIB জানায়, '২৮ এপ্রিল থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলের কোভিড ১৯ ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা উচিত। সোশাল মিডিয়ায় মহিলাদের পিরিয়ডস চলাকালীন ভ্যাকসিন নিতে বারণ করা হচ্ছে সেই তথ্য সম্পূর্ণ মিথ্যা। '