Dalai Lama | জারি থাকবে ৬০০ বছরের প্রথা, বাছাই করা হবে ১৫ তম দলাই লামা!
Wednesday, July 2 2025, 1:56 pm

জারি থাকবে ৬০০ বছরের প্রথা, জানিয়ে দিলেন দলাই লামা তথা তেনজিং গ্যাতসো।
জারি থাকবে ৬০০ বছরের প্রথা, জানিয়ে দিলেন দলাই লামা তথা তেনজিং গ্যাতসো। তিনি জানান, মঙ্গোলিয়া, রাশিয়া, চিন সহ বিভিন্ন দেশের বৌদ্ধরা তাঁকে অনুরোধ জানিয়েছেন দলাই লামার প্রথা চালিয়ে যেতে। যার ফলে তাঁর মৃত্যুর পর গাদেন ফোদ্রাং ট্রাস্ট-ই ১৫ তম দলাই লামা বাছাই করবে। অন্যদিকে, চিন জানিয়েছে সরকারের সম্মতি নিয়েই দলাই লামা বাছাই করা হবে। প্রসঙ্গত, অহিংসা, প্রেম, সম্প্রীতির প্রতীক হিসাবেই দলাই লামাকে দেখা হয়। বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাঁকে মেনে চলেন। তিনি আজীবন স্বাধীন তিব্বতের দাবিতে লড়াই করেছেন।