পরিবহন

প্রবাসী যাত্রীদের ভারতে আসার ক্ষেত্রে নিয়মে বদল ঘটালো কেন্দ্র, এব্যাপারে বিস্তারিত জানুন

প্রবাসী যাত্রীদের ভারতে আসার ক্ষেত্রে নিয়মে বদল ঘটালো কেন্দ্র, এব্যাপারে বিস্তারিত জানুন
Key Highlights

করোনা পরিস্থিতিতে প্রবাসী যাত্রীদের ভারতে আসার ক্ষেত্রে ভরতে হতো একটি ফর্ম যেখানে একাধিক শর্ত ছিল। আর সেই নিয়মেই রদবদল করল কেন্দ্র।

বিশ্বের অন্য কোনও দেশ থেকে ভারতে আসার ক্ষেত্রে বেশকিছু নিয়ম জারি করেছিল বিমান পরিবহণ মন্ত্রক। কিন্ত বর্তমানে সেই নিয়ম তুলে নেওয়া হল। গত সপ্তাহেই বিমানে মাস্ক পড়া আর বাধ্যতামূলক নয় বলে জানায় মন্ত্রক। এবার এই ফর্ম ফিলাপ করার প্রয়োজন নেই বলেই জানাল কেন্দ্রীয় সরকার। যা খুবই তাৎপর্যপূর্ণ।

কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, করোনা টিকা সম্পর্কে আন্তর্জাতিক ভ্রমণকারীদের একটি ফর্ম ফিলাপ করতে হত। যেখানে বেশ কিছু তথ্য দিতে হত। বিশেষ করে করোনা ভ্যাকসিন নেওয়ার রয়েছে কিনা সেই সংক্রান্ত তথ্য দিতে হত। কিন্ত্য বর্তমান পরিস্থিতিতে আর প্রয়োজন নেই। আর সেই সেই কারনেই এই নিয়ম তুলে নিল কেন্দ্রীয় সরকার। আজ সোমবার মধ্যরাত থেকেই নয়া এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে বলে জানা যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

ধীরে ধরে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি। গোটা বিশ্বেই করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এমনকি ভারতেও সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। দেশের বেশির ভাগ মানুষেরই এই মুহূর্তে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে বিদেশ থেকে আসা যাত্রীদের বিশেষ এই ফর্ম ফিলাপ করার প্রয়োজন নেই বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার। আর সেই কারনেই বড়সড় এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। তবে নিয়ম স্থিতিল করলেও মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরিস্থিতি বিচার করে ফের প্রয়োজনে এই নিয়ম লাঘু করা হবে।

বলে রাখা প্রয়োজন, গিত কয়েকদিন আগেই বিমান যাত্রায় ফেস মাস্ক আর বাধ্যতামূলক নয় বলে জানানো হয়। অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়।

অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে সব এয়ারলাইন্সকে দেওয়া নির্দেশিকায় বলেছে, ফ্লাইটের ভিতের ফেস মাস্ক না পরলে জরিমানা কিংবা শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা করা যাবে না। পরিবর্তে কী বলতে হবে তাও জানিয়েছে অসামরিক বিমান পরিবহণমন্ত্রক। সেখানে বলা হয়েছে, এখন থেকে বিমানে ঘোষণায় বলা যেতে পারে কোভিড সংক্রমণের প্রেক্ষিতে যাত্রীদের অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করা উচিত। আর এহেন নির্দেশ কার্যকর করার পরেই নয়া নির্দেশ মন্ত্রকের। যাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।



Horoscopes | লক্ষ্মী পুজোর দিন একাধিক রাশির ভাগ্যোন্নতি! দেখুন আজকের রাশিফল!
Pahalgam Terror Attack | মোবাইলের চার্জারের সূত্র ধরে পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিকে ধরলো তদন্তকারীরা
IND W VS PAK W | এশিয়া কাপের পুনরাবৃত্তি, হ্যান্ডশেক করলেন না হরমনপ্রীত-ফতিমা
North Bengal | বিপর্যয়ে বিহ্বল উত্তরবঙ্গ, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, প্রকাশ্যে হেল্পলাইন নম্বর
Madhya Pradesh | কাফ সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু, মধ্যপ্রদেশে গ্রেপ্তার ‘কোল্ডরিফ’ সিরাপ প্রেসক্রাইব করা চিকিৎসক গ্রেপ্তার
NASA | ফান্ড বিভ্রাট! টাকা না মেলায় বন্ধ 'NASA'! বিশ বাওঁ জলে মহাকাশবিজ্ঞানীরা
Weather Update | নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে দুর্যোগ, ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মহানগরে