পরিবহন

প্রবাসী যাত্রীদের ভারতে আসার ক্ষেত্রে নিয়মে বদল ঘটালো কেন্দ্র, এব্যাপারে বিস্তারিত জানুন

প্রবাসী যাত্রীদের ভারতে আসার ক্ষেত্রে নিয়মে বদল ঘটালো কেন্দ্র, এব্যাপারে বিস্তারিত জানুন
Key Highlights

করোনা পরিস্থিতিতে প্রবাসী যাত্রীদের ভারতে আসার ক্ষেত্রে ভরতে হতো একটি ফর্ম যেখানে একাধিক শর্ত ছিল। আর সেই নিয়মেই রদবদল করল কেন্দ্র।

বিশ্বের অন্য কোনও দেশ থেকে ভারতে আসার ক্ষেত্রে বেশকিছু নিয়ম জারি করেছিল বিমান পরিবহণ মন্ত্রক। কিন্ত বর্তমানে সেই নিয়ম তুলে নেওয়া হল। গত সপ্তাহেই বিমানে মাস্ক পড়া আর বাধ্যতামূলক নয় বলে জানায় মন্ত্রক। এবার এই ফর্ম ফিলাপ করার প্রয়োজন নেই বলেই জানাল কেন্দ্রীয় সরকার। যা খুবই তাৎপর্যপূর্ণ।

কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, করোনা টিকা সম্পর্কে আন্তর্জাতিক ভ্রমণকারীদের একটি ফর্ম ফিলাপ করতে হত। যেখানে বেশ কিছু তথ্য দিতে হত। বিশেষ করে করোনা ভ্যাকসিন নেওয়ার রয়েছে কিনা সেই সংক্রান্ত তথ্য দিতে হত। কিন্ত্য বর্তমান পরিস্থিতিতে আর প্রয়োজন নেই। আর সেই সেই কারনেই এই নিয়ম তুলে নিল কেন্দ্রীয় সরকার। আজ সোমবার মধ্যরাত থেকেই নয়া এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে বলে জানা যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

ধীরে ধরে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি। গোটা বিশ্বেই করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এমনকি ভারতেও সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। দেশের বেশির ভাগ মানুষেরই এই মুহূর্তে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে বিদেশ থেকে আসা যাত্রীদের বিশেষ এই ফর্ম ফিলাপ করার প্রয়োজন নেই বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার। আর সেই কারনেই বড়সড় এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। তবে নিয়ম স্থিতিল করলেও মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরিস্থিতি বিচার করে ফের প্রয়োজনে এই নিয়ম লাঘু করা হবে।

বলে রাখা প্রয়োজন, গিত কয়েকদিন আগেই বিমান যাত্রায় ফেস মাস্ক আর বাধ্যতামূলক নয় বলে জানানো হয়। অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়।

অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে সব এয়ারলাইন্সকে দেওয়া নির্দেশিকায় বলেছে, ফ্লাইটের ভিতের ফেস মাস্ক না পরলে জরিমানা কিংবা শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা করা যাবে না। পরিবর্তে কী বলতে হবে তাও জানিয়েছে অসামরিক বিমান পরিবহণমন্ত্রক। সেখানে বলা হয়েছে, এখন থেকে বিমানে ঘোষণায় বলা যেতে পারে কোভিড সংক্রমণের প্রেক্ষিতে যাত্রীদের অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করা উচিত। আর এহেন নির্দেশ কার্যকর করার পরেই নয়া নির্দেশ মন্ত্রকের। যাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।



Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?