দেশ

দুর্গা পুজোয় ইউনেস্কোর হেরিটেজ প্রাপ্তি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও ধন্যবাদ জানালেন না

দুর্গা পুজোয় ইউনেস্কোর হেরিটেজ প্রাপ্তি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও ধন্যবাদ জানালেন না
Key Highlights

দেশের এতবড় একটা উৎসবের আন্তর্জাতিক সম্মান প্রাপ্তি তাঁকে একটা ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করেননি প্রধানমন্ত্রী মোদী।

বাঙালির আবেগ দুর্গাপুজো এবার ইউনেস্কোর হেরিটেজ সম্মান প্রাপ্তির নেপথ্যে রয়েছেন গবেষক তাপ্তি গুহ ঠাকুরতা। যার জন্য দেশের এতবড় একটা উৎসবের আন্তর্জাতিক সম্মান প্রাপ্তি তাঁকে একটা ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করেননি দেশের প্রধানমন্ত্রী মোদী। সেই নিয়ে আক্ষেপের পাশাপাশি অভিযোগ ও জানিয়েছেন তাপ্তি গুহঠাকুরতা।

ইউনেস্কো স্বীকৃতি লাভ করলো বাংলার দুর্গাপুজো

বাঙালির প্রাণের দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই প্রাপ্তি ছোট কথা নয়। দেশের আরও কোনও উৎসব ইউনেস্কোর হেরিটেজ সম্মান পায়নি। সেকারণে এবারের দুর্গাপুজো একটু বিশেষ। এক মাস আগেই গোটা রাজ্য পুজোর আনন্দে মেতেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে ইউনেস্কোর দুই প্রতিনিধি হাজির হয়েছিলেন সেই উৎসবে অংশ নিতে। গত ১লা সেপ্টেম্বর জোড়াসাঁকো থেকে রেডরোড পর্যন্ত শোভা যাত্রা করে সেই সম্মান প্রাপ্তির উৎসব উদযাপন করা হয়েছিল।

ইউনেস্কো হেরিটেজ প্রাপ্তির নেপথ্যে কে রয়েছেন জানেন কী

বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর ইউনেস্কো হেরিটেজ প্রাপ্তির নেপথ্যে রয়েছেন এক বঙ্গ তনয়া। তিনি হলেন অধ্যাপিকা প্রাপ্তি গুহঠাকুরতা। পেশাগত ভাবে তিনি একজন অধ্যাপিকা এবং ইতিহাসবিদ। তাঁর প্রচেষ্টাতেই দুর্গাপুজোর এই বিশেষ সম্মান। সেকারণে প্রাপ্তি গুহঠাকুরতাকে সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১লা সেপ্টেম্বরের শোভাযাত্রায় ইউনেস্কোর প্রতিনিধিদের সঙ্গেএক মঞ্চেই ছিলেন প্রাপ্তি গুহ ঠাকুরতা। 

এদিকে কয়েকদিন আগে বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি দূর্গাপুজোর ইউনেস্কো হেরিটেজ প্রাপ্তির পুরো ক্রেডিটটাই প্রধানমন্ত্রী মোদীকে দিয়েছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী মোদীর জন্যই ইউনেস্কোর এই বিশেষ সম্মান পেয়েছে দুর্গাপুজো। তার জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিজেপি নেত্রী লেখির এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায়। তাই নিয়ে রীতিমত সমালোচনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।