Shanghai Covid-19 Cases: হু হু করে করোনা বাড়ার জেরে সাংহাইয়ে জারি লকডাউন

Monday, October 17 2022, 6:29 am
highlightKey Highlights

নতুন করে চোখ রাঙাচ্ছে সাংহাইয়ের কোভিড পরিস্থিতি । গত তিন মাসে যা সর্বাধিক। সংক্রমণ রুখতে ইতিমধ্যে শহরের স্কুল এবং অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি।


বেজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির সম্মেলনে শুরুর আগে চোখ রাঙাচ্ছে সাংহাইয়ের বর্তমান করোনা পরিস্থিতি। বুধবার পর্যন্ত শহরের নতুন করে ৪৭ জন কোভিড আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। সাংহাইয়ে কোভিড সংক্রমণ রুখতে ইতিমধ্যে সাংহাই প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে।

শহরের স্কুল এবং অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ জনের বেশি মানুষ। মোট আক্রান্তের মধ্যে ২ জন ছাড়া বাকিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে চীনা স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়েছে।

Trending Updates

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্কুল পড়ুয়া অভিভাবকদের একাংশ। সংক্রমণ রুখতে সাংহাইয়ের বেশি কয়েকটি স্কুলের ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কোভিড প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে জারি করা বিবৃতি অনুসারে, সিনেমা হল, বার এবং জিম সহ বিনোদনের স্থানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। 

কোভিড সংক্রমণ বৃদ্ধির পিছনে ওমিক্রনের নতুন সাব ভেরিয়ান্ট বিএফ.৭ এবং বিএ.৫.১.৭-কে দায়ি করা হয়েছে। ওমিক্রনের এই ভ্যারিয়েন্ট চীনে প্রথম খুঁজে পাওয়া গেছে। বর্তমানে বিশ্বে সব দেশই কোভিডের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চেষ্টা করলেও, সেই রাস্তায় হাঁটতে নারাজ বেজিং। চীন জিরো কোভিড পলিসির উপর জোর বাড়িয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File