সর্ষে সয়াবিন-সহ মারকাটারি পতন বিভিন্ন ভোজ্যতেলের দামে, ১ লিটার তেলের দাম কত করে? দেখুন তালিকা

Monday, May 30 2022, 2:50 pm
highlightKey Highlights

সর্ষে, সয়াবিন-সহ অনেক ভোজ্যতেলের দাম আগের চেয়ে অনেক বেশি সস্তা হয়েছে। বিশ্ববাজারে ভোজ্যতেল রপ্তানির চাহিদার কারণে অভ্যন্তরীণ বাজারে কমেছে তেলের দাম।


চলতি সপ্তাহে ভোজ্যতেলের দাম কমেছে অর্থাৎ সর্ষে, সয়াবিন-সহ অনেক ভোজ্যতেল আগের চেয়ে সস্তা হয়েছে। বিশ্ববাজারে রপ্তানি চাহিদার কারণে অভ্যন্তরীণ বাজারে তেলের দাম কমেছে। একই সঙ্গে চীনাবাদাম তেলের দাম বেড়েছে। এছাড়া গরমের কারণে চীনাবাদাম ছাড়া সব তেলের দাম কমেছে।

পাইকারি মূল্য অনুযায়ী সর্ষের তেল লিটার সর্বোচ্চ ১৫৮ থেকে ১৬৫ টাকা এবং খুচরা বাজারে সয়াবিন তেল সর্বোচ্চ ১৭০-১৭২ টাকায় পাওয়া যাবে আজ। সেই অনুযায়ী, এই মূল্যে সাধারণ মানুষের কাছে ভোজ্যতেল সরবরাহের জন্য সরকারকে প্রচেষ্টা চালাতে হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, চীনাবাদাম তেলের রপ্তানি চাহিদার কারণে, গত সপ্তাহে দিল্লি তেল-তৈলবীজের বাজারে চীনাবাদাম তেলের দাম বেড়েছে। বিদেশে চীনাবাদাম তেলের চাহিদার কারণে, রপ্তানিকারকরা গুজরাতে চিনাবাদাম তেল কিনছেন প্রতি কেজি ১৬০ টাকায়।

Trending Updates




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File