আবহাওয়া

Weather | সারাদিন লাগাতার ঝিরিঝিরি বৃষ্টি! উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা! আগামী ২৪ ঘন্টা একরকম থাকবে আবহাওয়া!

Weather | সারাদিন লাগাতার ঝিরিঝিরি বৃষ্টি! উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা! আগামী ২৪ ঘন্টা একরকম থাকবে আবহাওয়া!
Key Highlights

বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টি কলকাতা ও দক্ষিণবঙ্গে। শনিবার থেকে সামান্য বৃষ্টি কমার সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি।

সকাল থেকেই বৃষ্টি কলকাতা (Kolkata) ও দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জেলাতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক ঘন্টায় ভালো পরিমাণ বৃষ্টি হবে শহর ও শহর সংলগ্ন এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের অধিকাংস জেলাতেই। 

গতরাত অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে লাগামহীন বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন ভারী বৃষ্টি ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৪ জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad), পূর্ব ও পশ্চিম বর্ধমান (East and West Burdwan) জেলায়। এই চার জেলা বাদে অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। জানা গিয়েছে, শনিবার থেকে  শহর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। রবিবার অনেকটাই সেই সম্ভাবনা কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার বৃষ্টির সেভাবে পূর্বাভাস নেই। তবে বর্তমানে গোটাদিন ধরে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, যা আগামীকাল থেকে ক্রমশ বাড়তে থাকবে। তবে তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলে আশা।

বর্তমানে দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। অন্যদিকে, নিম্নচাপ অক্ষরেখার প্রভাব উত্তরবঙ্গে। ইতিমধ্যেই এদিন ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জন্য। এদিন জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ারে (Alipurduar) বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কোচবিহার (Cooch Behar) ও দার্জিলিং (Darjeeling) জেলায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে  মালদা (Malda), উত্তর ও দক্ষিণ দিনাজপুর (North and South Dinajpur) জেলায়। আগামীকাল অর্থাৎ শনিবার ২৬সে অগাস্ট ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরের বেশিরভাগ জেলায়। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। প্রসঙ্গত, লাগাতার মুষলধারে নৃষ্ঠীর জেরে ধস নেমেছে দার্জিলিং পাহাড়ি এলাকায়। এই ধসের জেরে একটি বাড়ি ভেঙে ধ্বংসস্তূপে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে  বিহার (Bihar), আসাম (Assam) এবং মেঘালয়তেও (Meghalaya)। ভারী বৃষ্টি পূর্বাভাস থাকছে হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখন্ড (Uttarakhand), সিকিম (Sikkim), অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh), ঝাড়খন্ড (Jharkhand), ওড়িশা (Odisha), মিজোরাম (Mizoram), নাগাল্যান্ড (Nagaland) এবং ত্রিপুরাতে (Tripura)। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), চন্ডিগড় (Chandigarh), দিল্লি-সহ (Delhi) উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টির সম্ভাবনা থাকছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh), উত্তরপ্রদেশ(Uttar Pradesh) এবং বিদর্ভ (Vidarbha), ছত্রিশগড়-সহ (Chhattisgarh) মধ্যভারতের রাজ্যগুলিতে। জানা গিয়েছে,একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বর্তমানে উত্তর প্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত। যেটি বিহার এবং সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা পাটনা দেওঘরের পর দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।  


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
DRDO | জলের গভীরে নিঃশব্দে শত্রুনিধন! AUV এর সফল পরীক্ষা করল DRDO
MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Kolkata Traffic | ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি! বন্ধ পণ্যবাহী গাড়ির প্রবেশেও
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo