পরীক্ষার্থীদের ‘অসুবিধার’ জন্য নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

উপনির্বাচনের প্রচারের জন্য অন্তত যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


আগেই একবার জয়েন্ট এন্ট্রান্স (মেন)-এর জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন বদল করা হয়েছিল। এবার রাজ্যে দুই বিধানসভা কেন্দ্র বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচনের কারণে ফের দিন বদল করা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার।

ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সূচিতে বদল, নতুন দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার নবান্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু ২ এপ্রিল থেকে। যেমনটা আগে ছিল। সে দিন প্রথম ভাষার পরীক্ষা হবে। কিন্তু এ দিন ঘোষিত দিনক্ষণ অনুযায়ী, পরীক্ষা শেষ হবে ২৭ এপ্রিল। আগের সূচিতে যা হওয়ার কথা ছিল ২৬ এপ্রিল। সমস্ত পরীক্ষার সময়ই সকাল ১০টা থেকে দুপুর সওয়া ১টা।

Trending Updates

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের দিনও পাল্টে গিয়েছে। ওই পরীক্ষা হবে ৩০ এপ্রিল। আর একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষাও হবে ২ থেকে ২৭ এপ্রিল। রুটিন উচ্চ মাধ্যমিকের সঙ্গে একই। তবে পরীক্ষার সময় দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File