আন্তর্জাতিকঅভিনব উদ্যোগ তুরস্কের সাফাইকর্মীদের, বাতিল, ফেলে-দেওয়া বই নিয়েই তৈরি লাইব্রেরি!
তুরস্কের রাজধানী আঙ্কারার সাফাইকর্মীরা শহরের জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে প্রায়শই খুঁজে পেতেন ফেলে দেওয়া বাতিল বইপত্র।তুরস্কের মতো দেশ, যে ইউরোপ আর এশিয়ার মধ্যে সংযোগ হয়ে দাঁড়িয়ে তার জঞ্জালের পরিমাণ তো নেহাত কম না! ফলে বইয়ের সংখ্যাও কিছু কম ছিল না। অবশেষে সাফাইকর্মীদের সংগঠন থেকেই উঠে আসে লাইব্রেরি স্থাপনের কথা। বছরখানেকের মধ্যেই সংগ্রহের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৬ হাজারে। কর্মীদের এই উদ্যোগ দেখে ধীরে ধীরে এগিয়ে আসেন শহরের মানুষও। নিজেদের সংগ্রহের অযাচিত বই-ও তাঁরা লাইব্রেরি দান করতে থাকেন। আরও দ্রুত যেন বাড়তে থাকে বই ভাণ্ডার। বর্তমানে বইয়ের সংখ্যা ছাড়িয়ে গেছে ২৫ হাজার। রয়েছে ১৭টি আলাদা আলাদা বইয়ের বিভাগ।