IPL 2023 | জোফ্রা আর্চারের বদলে খেলবেন ক্রিস জর্ডন! মুখোমুখি মুম্বই-ব্যাঙ্গালোর! জানুন আইপিএল-র খুঁটিনাটি!

Tuesday, May 9 2023, 4:12 pm
highlightKey Highlights

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি বিরাট কোহলি ও রোহিত শর্মার দল। জোফ্রা আর্চারের বদলে মুম্বইয়ের হয়ে খেলবেন ক্রিস জর্ডন।


আজ অর্থাৎ মঙ্গলবার, ৯ই মে সন্ধ্যা ৭.৩০টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium)  মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স  (Mumbai Indians) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। কেকেআরের মতোই ১০ পয়েন্টে দাঁড়িয়ে দুই দল।  ফলে প্লে-অফের লড়াইয়ে বিরাট নাকি রোহিত শর্মা, কার দল এগিয়ে যাবে তা দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

মুম্বই ও ব্যাঙ্গালোর দুই ফ্র্যাঞ্চাইজি দলই খেলেছে ১০ টি করে ম্যাচ। আইপিএল ২০২৩ ( IPL 2023) এর রান রেটের বিচার অনুযায়ী আরসিবি রয়েছে ৬ নম্বরে ও মুম্বই রয়েছে ৮ নম্বরে। ফলে এদিনের ম্যাচ দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Trending Updates
আইপিএল পয়েন্ট তালিকার ৬ নম্বরে আরসিবি ও মুম্বই রয়েছে ৮ নম্বরে
আইপিএল পয়েন্ট তালিকার ৬ নম্বরে আরসিবি ও মুম্বই রয়েছে ৮ নম্বরে

দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে গত ম্যাচেই মাথানত করতে হয় বিরাট কোহলির (Virat Kohli) দলকে। অন্যদিকে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে পর পর দুটো ম্যাচে ২০০-র বেশি রান করে জেতার পরেও, চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে গত ম্যাচে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স। পাশাপাশি চোট পেয়ে বাকি ম্যাচ থেকে বিদায় নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের পেসার জোফ্রা আর্চার (Jofra Archer)। তাঁর পরিবর্তে খেলবেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস জর্ডন (Chris Jordan)।

 মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন ক্রিস জর্ডন
 মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন ক্রিস জর্ডন

 ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে ক্রিস জর্ডনের নাম ঘোষণা করে জানানো হয়, ২ কোটি টাকার বিনিময়ে জর্ডনকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। জোফ্রা আর্চারের চোটের ফলেই জর্ডনকে নেওয়ার সিদ্ধান্ত। অনুমান, আর্চারের ডান হাতের কনুইয়ের চোটের জন্যই বাকি ম্যাচ থেকে সরে যান খেলোয়াড়। উল্লেখ্য, ২০২১ সাল থেকে কনুইয়ের চোটে ভুগছিলেন আর্চার। চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে নেমেছিলেন তিনি। মুম্বইয়ের হয়ে খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ। সূত্রের খবর,  টুর্নামেন্টের মাঝপথে ছোটখাটো অস্ত্রোপচারের জন্য বেলজিয়ামে গিয়েছিলেন আর্চার। এরপরে দলে প্রত্যাবর্তনও ঘটে তাঁর। কিন্তু অসুস্থতার জন্য দল থেকে বাদ হয়ে যান তিনি।

চোটের জন্য বাকি ম্যাচে খেলতে পারবেন না  জোফ্রা আর্চার
চোটের জন্য বাকি ম্যাচে খেলতে পারবেন না জোফ্রা আর্চার

উল্লেখ্য, জর্ডনের আইপিএলে অভিষেক ঘটে ২০১৬ সালে। এখনও পর্যন্ত মোট ২৮টি আইপিএল ম্যাচ খেলেছেন তিনি।  নিয়েছেন ২৭টি উইকেট। এছাড়াও পেসার ক্রিস জর্ডন ইংল্যান্ডের হয়ে ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন। ৯৬টি উইকেট তাঁর ঝুলিতে। এবার তিনিই খেলবেন মুম্বইয়ের হয়ে।

ম্যাচ চলাকালীন ডিএ-র দাবিতে প্ল্যাকার্ড হাতে দর্শক
ম্যাচ চলাকালীন ডিএ-র দাবিতে প্ল্যাকার্ড হাতে দর্শক

অন্যদিকে, সোমবার অর্থাৎ ৮ই মে-তে পঞ্জাব কিংস  বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচ চলাকালীন ইডেনের (Eden Gardens) স্ট্যান্ডে দেখা গেল ডিএ-র (DA) দাবিতে প্ল্যাকার্ড হাতে বহু দর্শক। রাজ্যে ১০০-র বেশি দিন ধরে চলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলন, যা নিয়ে প্রায় সবাই সচেতন। তবে কোনোদিন কোনও আন্দোলনের আঁচ পড়েনি আইপিএলে-র ময়দানে। কিন্তু এদিন ক্রিকেটের মাঠে ডিএ-র আন্দোলনের আঁচ দেখে হতবাক সকলেই। অনেকে বলছেন, কলকাতা বলেই এমন সম্ভব।

শেষ বলে কলকাতাকে জেতান রিঙ্কু সিং
শেষ বলে কলকাতাকে জেতান রিঙ্কু সিং

সোমবারের কেকেআর বনাম পঞ্জাবের ম্যাচে শেষ বলে কলকাতাকে জেতান রিঙ্কু সিং  (Rinku Singh)।  চলতি আইপিএলে একের পর এক ম্যাচে রিঙ্কু সিং কেকেআরকে ভরসা জুগিয়ে চলেছেন। এমনকি রিঙ্কুর দাপটেই এখনও  প্লে-অফের (Playoff) দৌড়ে রয়েছে নাইটরা।

 আইপিএলের পয়েন্ট টেবিলে প্রথম স্থানে  গুজরাট টাইটান্স
আইপিএলের পয়েন্ট টেবিলে প্রথম স্থানে  গুজরাট টাইটান্স

বর্তমানে, আইপিএলের পয়েন্ট টেবিলে (IPL Point Table) প্রথম স্থানে রয়েছেই গুজরাট টাইটান্স (Gujarat Titans), দ্বিতীয়তে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), তৃতীয়তে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants), চতুর্থতে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এরপর পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও পঞ্জাব কিংস (Punjab Kings)। অষ্টম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI), নবমে সংরাইজার হায়েদেরাবাদ (Sunrisers Hyderabad) ও দশম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File