Trump Tariff-China | আমেরিকার ওপর ১২৫ শতাংশ শুল্ক চাপালো চিন! 'ভয় পাচ্ছি না' বার্তা জিনপিং-এর !

Friday, April 11 2025, 11:13 am
highlightKey Highlights

শুক্রবার চিনের অর্থ মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে, শনিবার থেকেই এই শুল্ক লাগু হবে।


আরও জটিল হচ্ছে আমেরিকা ও চিনের শুল্কযুদ্ধ। এবার আমেরিকার ওপর ১২৫ শতাংশ শুল্ক চাপালেন জিনপিং। শুক্রবার চিনের অর্থ মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে, শনিবার থেকেই এই শুল্ক লাগু হবে। পাশাপাশি ট্যারিফ নিয়ে আমেরিকার বিরুদ্ধে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজ়েশন (WTO) এ চিন অভিযোগও জানাবে বলে খবর। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রসঙ্গে বলেন, ‘৭০ বছরের বেশি সময় ধরে চিনের ডেভেলপমেন্ট আত্মনির্ভরতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে উঠেছে। অন্যের সহায়তায় নয়। তাই দমিয়ে দেওয়ার চেষ্টা হলেও আমরা ভয় পাচ্ছি না।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File