Cyber Attack: লাদাখের সাত বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে সাইবার হানা চীনের!

Thursday, April 7 2022, 10:19 am
highlightKey Highlights

২০২১ সালের ফেব্রুয়ারিতেও ভারতের দশটি বিদ্যুৎকেন্দ্রে চিনের সাইবার হানা চালানোর বিষয়টি প্রকাশ্যে এসেছিল।


চীন ফের শুরু করল সামীন্তে সাইবার ‘যুদ্ধ’। 'রেকর্ডেড ফিউচার' নামক বেসরকারি এক গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী, গত আট মাস ধরে লাদাখের কাছাকাছি বিদ্যুৎকেন্দ্রগুলিতে সাইবার হানা চালিয়েছে চিনের সরকার নিযুক্ত হ্যাকাররা!

এসএলডিসি দাবি করেছে, উত্তর ভারতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান স্টেট লোড ডেসপ্যাচ সেন্টারস (এসএলডিসি)-এর অন্ততপক্ষে সাতটি কেন্দ্রে চিনা হ্যাকারদের অনুপ্রবেশ লক্ষ্য করা গিয়েছে গত বছরের অগস্ট থেকে ২০২২-এর মার্চ, এই সময়ের মধ্যে। লক্ষ্যণীয়, সীমান্তে ভারত-চিন সঙ্ঘাতকে মাথায় রেখেই উত্তর ভারতের এই বিদ্যুৎকেন্দ্রগুলিকেই নিশানা বানিয়েছে হ্যাকাররা। 

আরও পড়ুন : Russia-Ukraine war: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত কেন নিরপেক্ষ? মুখ খুললেন মোদী

এই প্রথম নয়, ২০২০-র অক্টোবরে বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবে গিয়েছিল গোটা মুম্বই। পাওয়ার গ্রিড বসে যাওয়ায় বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল বলে সেই সময় দাবি করা হলেও, পরবর্তী কালে নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, চিনা সাইবার হানার কারণেই বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছিল মুম্বই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File