Chandrayaan 3 | হাতের কাছেই চাঁদ! কক্ষপথে প্রবেশ করে ধূসর গোলকের ছবি পাঠালো চন্দ্রযান-৩! দেখুন ভিডিও!

Monday, August 7 2023, 12:02 pm
highlightKey Highlights

চাঁদের কক্ষপথে প্রবেশ করে অবতরণের জন্য গতি কমাতে শুরু করেছে চন্দ্রযান-৩। ইসরো টুইট করলো চন্দ্রযান-৩ এর তোলার চাঁদের ভিডিও। মহাকাশযানের পরবর্তী বড় পরীক্ষা ৯ই অগাস্ট।


গোটা ভারতবাসীর সপ্তাহের শুরুটাই হলো সুখবর এবং মন জিতে নেওয়া দৃশ্য দিয়ে। চাঁদের কক্ষপথে প্রবেশ করে চাঁদের ছবি, ভিডিও দেশবাসীকে দেখালো চন্দ্রযান-৩ (Chandrayaan-3)।  চাঁদের গা-ঘেঁষে থাকা অবস্থায় সেই ছবি পাঠাল ইসরোর (ISRO) মহাকাশযান। রবিবার রাতে টুইট করে ভার্চুয়াল চন্দ্রদর্শন করালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

চাঁদের কক্ষপথে প্রবেশ করে চাঁদের ছবি, ভিডিও দেশবাসীকে দেখালো চন্দ্রযান-৩
চাঁদের কক্ষপথে প্রবেশ করে চাঁদের ছবি, ভিডিও দেশবাসীকে দেখালো চন্দ্রযান-৩
Trending Updates

১৪ই জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র (Satish Dhawan Space Research Center, Sriharikota) থেকে ভারতের সবথেকে ভারী ও উন্নত রকেট এলভিএম৩-এম৪ (LVM3-M4) বা বাহুবলী রকেটের পিঠে চেপে চাঁদের দক্ষিণমেরুর উদ্দেশ্যে পৃথিবীর মাটি ছেড়েছিল চন্দ্রযান-৩। উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের আকর্ষণবলের অধীনে প্রবেশ করেছে মহাকাশযানটি।  শনিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে ঢুকিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। মোট ১৮৩৫ সেকেন্ডের চেষ্টায় তা সফল ভাবে করা গিয়েছে। কক্ষপথে প্রবেশের পরেই ক্রমশ গতি কমিয়ে আর দিন কয়েক পরে চাঁদের মাটিতে নামতে চলেছে চন্দ্রযান-৩। বর্তমানে কিন্তু চাঁদের বেশ কাছেই চলে গিয়েছে ভারতের মহাকাশযানটি। চন্দ্রযানের হাই-রেজোলিউশন ক্যামেরায় দেখা যাচ্ছে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো অংশ ধরা পড়েছে ছবিতে। চন্দ্রযান - ৩ থেকে কেমন দেখাচ্ছে চাঁদকে দেখুন এই লিঙ্কে ক্লিক করে - 

উল্লেখ্য, এখনও পর্যন্ত প্রায় ২.৬ লক্ষ কিলোমিটার পথ পেরিয়ে গেছে চন্দ্রযানটি। বর্তমানে এটি চাঁদের থেকে সর্বনিম্ন ১৭০ কিমি এবং সর্বোচ্চ ৪৩১৩ কিমি দূরত্বে নির্দিষ্ট কক্ষপথে রয়েছে। চন্দ্রযান-৩-এর প্রাথমিক গন্তব্য চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে। তার পরেই চন্দ্রাভিযানের সবচেয়ে কঠিন পর্বটি শুরু হবে। ইসরো সূত্রে খবর, আগামী ৯ই অগাস্ট দুপুরে পরবর্তী অগ্নিপরীক্ষা চন্দ্রযান-৩ এর। ওই দিন বেলা ২টোর পর চাঁদের পরবর্তী কক্ষে ঢুকবে চন্দ্রযান। এইভাবে একের পর এক ধাপ পেরিয়ে আরও চাঁদের কাছে যাবে চন্দ্রযান-৩।

বর্তমানে চন্দ্রযান-৩ চাঁদের থেকে সর্বনিম্ন ১৭০ কিমি এবং সর্বোচ্চ ৪৩১৩ কিমি দূরত্বে নির্দিষ্ট কক্ষপথে রয়েছে
বর্তমানে চন্দ্রযান-৩ চাঁদের থেকে সর্বনিম্ন ১৭০ কিমি এবং সর্বোচ্চ ৪৩১৩ কিমি দূরত্বে নির্দিষ্ট কক্ষপথে রয়েছে

ইসরো জানিয়েছে পৃথিবীর মাধ্যাকর্ষণের অধীনে যত দিন চন্দ্রযান-৩ (Chandrayaan-3) ছিল, তত দিন ধাপে ধাপে তার কক্ষপথ এবং গতি বাড়ানো হচ্ছিল। পাঁচটি ধাপে কক্ষপথ পেরিয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণের টান ছাড়িয়েছে চন্দ্রযান এখনো চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। এবার চাঁদের ভূমিতে নামার জন ক্রমে গতি কমাতে শুরু করবে চন্দ্রযানটি। পৃথিবী থেকে চাঁদের দিকে যেতে কক্ষপথের আয়তন বাড়ানো হচ্ছিল, আর চাঁদের কক্ষপথে ঢুকে পড়ার পরে ক্রমশ চাঁদের দিকে এগিয়ে যেতে কক্ষপথের আয়তন কমাচ্ছেন বিজ্ঞানীরা। যেমন গতি কমবে, অন্য দিকে তেমন ধাপে ধাপে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর কক্ষপথে পৌঁছবে চন্দ্রযান-৩।

 চাঁদের ভূমিতে নামার জন ক্রমে গতি কমাতে শুরু করবে চন্দ্রযানটি
 চাঁদের ভূমিতে নামার জন ক্রমে গতি কমাতে শুরু করবে চন্দ্রযানটি

এবারেও পাঁচটি কক্ষপথ পেরিয়ে চাঁদের পরিমণ্ডলে ঢুকতে হবে ভারতের মহাকাশযানকে। এরপর মহাকাশযানটি যখন চাঁদ থেকে ১০০ কিলোমিটার দূরে থাকবে, তখন বন্ধ হবে প্রোপালশন মডিউলের ইঞ্জিন। এরপরই চাঁদের ৩০ কিলোমিটার উপর থেকে পালকের মতো ২০ মিনিট ধরে চন্দ্রপৃষ্ঠে নামবে চন্দ্রযান-৩। একেই বলা হচ্ছে সফট ল্যান্ডিং। কিন্তু যদি চাঁদের আকর্ষণের সঙ্গে চন্দ্রযান খাপ খাওয়াতে না পারে তাহলে প্রবল গতিতে ছুটে গিয়ে চাঁদের পিঠে মুখ থুবড়ে পড়বে। না হলে, দুরন্ত গতিতে চাঁদের কক্ষপথ থেকে ছিটকে মহাশূন্যে চলে যাবে।

 চাঁদের ৩০ কিলোমিটার উপর থেকে পালকের মতো ২০ মিনিট ধরে চন্দ্রপৃষ্ঠে নামবে চন্দ্রযান-৩
 চাঁদের ৩০ কিলোমিটার উপর থেকে পালকের মতো ২০ মিনিট ধরে চন্দ্রপৃষ্ঠে নামবে চন্দ্রযান-৩

বর্তমানে চন্দ্রযান-৩ এর অবস্থা ভালো আছে বলেই জানান ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা। এই প্রসঙ্গে  ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (ISRO Chairman S. Somnath) জানান, এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাকই রয়েছে। ২৩সে অগাস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে পর্যন্ত একাধিক কৌশল প্রয়োগ করা হবে। স্যাটেলাইটের স্বাস্থ্য ভাল রয়েছে। রবিবার রাতে কক্ষপথ কমিয়ে আনার পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার ‘বিক্রম’। ৭০ ডিগ্রি দ্রাঘিমায় অবতরণ করার কথা এই মহাকাশযানের। এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। এখনও অবধি যে দেশগুলো চাঁদের মাটিতে যান নামিয়েছে, তারা কেউই চাঁদের দক্ষিণ মেরুর ওই আঁধার পিঠে নামতে পারেনি। ১৯৬৮ সালে ৪০ ডিগ্রি দ্রাঘিমাংসের কাছে ল্যান্ড করেছিল নাসার (NASA) মহাকাশযান।ভারত যদি চন্দ্রযান-৩ মিশনে সফল হয়, তাহলে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দেশের এবং চন্দ্রযান-৩ এর নাম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File