Panihati festival | পানিহাটি উৎসবে বন্ধুদের মধ্যে বচসা, মৃত্যু যুবকের, দায় এড়ালো উদ্যোক্তা-বিধায়ক

Friday, January 2 2026, 4:59 am
highlightKey Highlights

পর্যাপ্ত সংখ্যায় পুলিশ এবং স্বেচ্ছাসেবক থাকা সত্ত্বেও কী ভাবে ওই যুবককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


পানিহাটি উৎসবের মাঠে যুবককে বেধড়ক মারধোর। মৃত্যু আক্রান্ত যুবকের। নিহতের নাম তন্ময় সরকার (২৮)। বাড়ি ঘোলা অপূর্বনগরে। গত রবিবার পানিহাটি উৎসবের মঞ্চে গায়ক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী অঙ্কিত তিওয়ারি। তাঁকে দেখতে তিন বন্ধু সহ মেলার মাঠে পৌঁছেছিলেন তন্ময়। ভিড়ের মধ্যে তাঁদের সঙ্গে একদল মদ্যপ যুবকের বচসা হয়। মদ্যপ যুবকেরা মেলার মাঠ থেকে তন্ময়কে তুলে বাইরে গলিতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। বর্ষশেষের রাতে আরজি কর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় দায় এড়িয়েছেন বিধায়ক সহ উৎসব কমিটির সভাপতি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File