Delhi | নিউ ইয়ারের আগেই ‘অপারেশন আঘাত’! রাজধানীতে গ্রেপ্তার ২৮৫, উদ্ধার বহু অস্ত্র ও মাদক
Saturday, December 27 2025, 6:09 am
Key Highlights‘অপারেশন আঘাত ৩.০’ নামের এই অভিযানের উদ্দেশ্যই ছিল সংঘবদ্ধ অপরাধীদের পাশাপাশি বারবার আইন ভঙ্গকারীদের দমন করা।
নববর্ষের আগেই বড়োসড়ো সাফল্য। রাজধানী দিল্লিতে তল্লাশি অভিযান চালিয়ে ১১৬ জন তালিকাভুক্ত দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। ‘অপারেশন আঘাত ৩.০’ নামের এই অভিযানে অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন এবং জুয়া আইন সহ বিভিন্ন ধারায় ২৮৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশি চালিয়ে ২১টি দেশি পিস্তল, ২০টি তাজা কার্তুজ এবং ২৭টি ছুরি সহ বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও অভিযানে ৩১০টি মোবাইল ফোন, ২৩১টি বাইক এবং একটি গাড়িও উদ্ধার করেছেন তদন্তকারীরা।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ

