SIR | বঙ্গে শুরু SIR শুনানি, ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ নির্বাচন কমিশনের!

Wednesday, December 31 2025, 5:27 pm
highlightKey Highlights

কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট এসআইআর-এর কাজে ব্যবহার করা যাবে না।


পশ্চিমবঙ্গে এসআইআর পর্বের শুনানি শুরু হয়েছে। ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে রাজ্যের ৫৮ লক্ষ ভোটারের নাম। নিজের নাগরিকত্বর প্রমান দিতে শুনানিতে পৌঁছতে হচ্ছে রাজ্যের অনেক নেতা মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদেরও। এই পরিস্থিতিতে বুধবার নির্বাচন কমিশন জানালেন, কোনও ওবিসি সার্টিফিকেট এসআইআরের কাজে ব্যবহার করা যাবে না। উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File