প্রযুক্তি

Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?

Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Key Highlights

রাউটার ওয়াইফাই নিয়ে সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-IN। কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিসোল রাউটার ওয়াইফাই ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

এখন ইন্টারনেট ছাড়া যেন দুনিয়া অচল। কাজের পাশাপাশি ইন্টারনেট যেন সবার কাছে সাধারণ আসক্তি হয়ে উঠেছে। তাই চাই আনলিমিটেড নেট পরিষেবা। মোবাইলে সে ব্যবস্থা মিললেও বাড়িতে থাকা কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট  টিভির জন্যও চাই নেট। তাই বর্তমানে প্রায় ঘরে ঘরে 5g রাউটার (5G router)। তবে সম্প্রতি এই রাউটার ওয়াইফাই (Router WiFi) নিয়ে সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-IN! কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিসোল রাউটার (Digisol Router) ওয়াইফাই আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে! জালিয়াতির মুখেও পড়তে পারেন আপনি!

কী জানিয়েছে CERT-IN?

 মূলত, স্থানীয় ওয়াইফাই প্রোভাইডার থেকে যে রাউটার বসানো হয় সেক্ষেত্রে সাবধান থাকার কথা জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-IN। ডিজিসোল রাউটার (Digisol Router) ওয়াইফাই নিয়ে সাবধান থাকার পরামর্শ দিয়েছে এই সংস্থা। কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ওয়াইফাই রাউটারগুলি আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। জালিয়াতির মুখে পড়তে পারেন আপনি। ইতিমধ্যেই বেশ কিছু ওয়াইফাই রাউটারে ত্রুটি দেখা গিয়েছে। এগুলি হল Digisol রাউটার DG-GR1321 (হার্ডওয়্যার ভার্সন 3.7L এবং ফার্মওয়্যার ভার্সন V3..2.02)। ফলত যাদের কাছে এই রাউটার মডেল রয়েছে তাদের সতর্ক হতে বলছে CERT-IN।

কীভাবে ওয়াইফাই রাউটার থেকে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে?

প্রযুক্তির সঙ্গে প্রতারণার ধরণও যেন উন্নত হচ্ছে দিন দিন। বর্তমানে আপনার বাড়িতে থাকা সাধারণ 5g রাউটার (5G router) থেকেও প্রতারণা হতে পারে। হতে পারে ব্যক্তিগত তথ্য চুরিও। জানা যাচ্ছে, সাইবার অপরাধীরা আপনার পাসওয়ার্ড বাইপাস করতে পারে। এটা হতে পারে রাউটার ওয়াইফাই (Router WiFi) এ দুর্বল পাসওয়ার্ড থাকার জন্য। কিছু ডিজিসোল মডেল বিল্ট ইন অ্যাক্সেস পয়েন্টের সঙ্গে আসে। এটি ওভার দ্য কেবিল কমিউনিকেশন দিতে সাহায্য করে। যা নিরাপদ নয়। এছাড়াও সবথেকে বড় ত্রুটি হল প্লেইন টেক্সট পাসওয়ার্ড স্টোরেজ। সাধারণত রাউটারের পাসওয়ার্ড এনক্রিপ্ট ফরম্যাটে স্টোর থাকা উচিত। কিন্তু, বেশ কিছু ডিজিসোল-এর পাসওয়ার্ড সাধারণত টেক্সট হিসাবে স্টোর থাকছে। যার ফলে তার নাগাল পাওয়া সহজ হয়ে গিয়েছে হ্যাকারদের কাছে। ফলে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক (wifi password hack) করছেন সাইবার অপরাধীরা। দুর্বল পাসওয়ার্ড হওয়ার কারণে সহজেই রাউটার হ্যাক করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নাগাল পেয়ে যাচ্ছে হ্যাকাররা।

কীভাবে ওয়াইফাই রাউটার সুরক্ষিত রাখবেন?

ওয়াইফাই রাউটার হ্যাক যাতে না হয় তার জন্য সর্ব প্রথম পাসওয়ার্ড নিয়ে সতর্ক এবং সচেতন থাকা উচিত বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। পাসওয়ার্ড ঠিক হলেই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক (wifi password hack) হবে না। এক্ষেত্রে যা করবেন-

  •  প্রথমে ওয়াইফাই রাউটার আপডেট করতে হবে।
  • তারপর সেটির পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
  • যার ফলে রিমোট অ্যাক্সেস ডিসেবেল করতে পারবেন।
  • এবার আপনাকে রাউটার রিপ্লেস করতে হবে।

এছাড়াও রাউটারের ফার্মওয়্যার আপডেট করতে হবে। ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। কোনও রিমোট অ্যাক্সেস থাকলে অর্থাৎ দূর থেকে নিয়ন্ত্রন করা তা অবিলম্বে বন্ধ করতে হবে। রাউটার যদি আপডেট না নেয় তাহলে সেটিও বদলে নিতে হবে।

প্রসঙ্গত, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বদল করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। যেমন-123456789 অথবা qwerty12345 এই ধরনের সহজ পাসওয়ার্ড সেট করবেন না। এছাড়াও পাসওয়ার্ডে রাখবে না নিজের নাম, ফোন নম্বর অথবা জন্মের তারিখ। এই ধরনের পাসওয়ার্ড খুব সহজেই অনুমান করে নেটওয়ার্ক হ্যাক করা সম্ভব। তাই পাসওয়ার্ডের কঠিন শব্দ ব্যবহার করুন। এমন কিছু পাসওয়ার্ডে রাখুন যা আপনি ছাড়া কেউ অনুমান করতে পারবেন না। এছাড়াও পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড টাইপ করার সময় অক্ষর, সংখ্যা ও ক্যারেকটার রাখতে ভুলবেন না। এতে পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে।


AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
Ragging | র‌্যাগিংয়ের জেরে মৃত্যু প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার! টানা ৩ ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখে সিনিয়ররা
Alipurduar | গোপনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয় মুখে! আলিপুরদুয়ারে উদ্ধার শিক্ষকের দেহ
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo