পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত ডেঙ্গি সংক্রান্ত কোন তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিবার তথ্য গোপনের অভিযোগ এনেছে বিজেপি নেতৃত্ব। ডেঙ্গি নিয়ে এবার একই অভিযোগ করলেন খোদ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী।


রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতি প্রবীণ পাওয়ার। পশ্চিমবঙ্গ সরকার ডেঙ্গি নিয়ে কেন্দ্রকে কোনও রিপোর্ট পাঠাচ্ছে না বলে জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, বিভিন্ন সময়ে ডেঙ্গি নিয়ে রাজ্যকে সাহায্য করে কেন্দ্র। কিন্তু সঠিক তথ্য না দিলে পশ্চিমবঙ্গকে সাহায্য করা সম্ভব হবে না তাদের পক্ষে।

রাজ্যের বিরুদ্ধে ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ! জানুন কী বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতি প্রবীণ পাওয়ার এবিষয়ে বললেন, ‘আমাদের পোর্টালে সমস্ত রাজ্যের তথ্য দেওয়া থাকে। কিন্তু বারবার বলা সত্বেও পশ্চিমবঙ্গ তথ্য পাঠানো হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার যায় তথ্য পাঠায় তার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’ পশ্চিমবঙ্গ সরকার যায় তথ্য পাঠায় তার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’ কেন্দ্র সরকার ভেক্টর বর্ন ডিজিজ নিয়ে রাজ্যকে দিক নির্দেশ করে। তাই রাজ্য সরকারকে সঠিক তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। পাওয়ারের অভিযোগ, বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের তরফে ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রকে দেওয়া হয়নি।

Trending Updates

উল্লেখ্য, জাতীয় ভেক্টর কন্ট্রোল প্রোগ্রামের ওয়েবসাইটে গত মে মাসে শেষ তথ্য পাঠিয়েছিল পশ্চিমবঙ্গ। তবে তারপরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫২০০০-এর উপরে। যদিও এই অভিযোগের সত্যতা মানতে রাজি নন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধান্ত নিয়োগী। তিনি বলেন, ‘অনেক মাস অবধি তথ্য পাঠানো হয়েছে। হয়তো কিছু জায়গায় তথ্য ওঠেনি। অনেক সময় তথ্য পাঠানোর পরেও দেরি করে আপডেট করা হয়।’

অন্যদিকে ডেঙ্গি নিয়ে কলকাতার বোরোগুলিতে বিক্ষোভ করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। এ নিয়ে আগামীকাল বিজেপি রাজ্য দফতরে বৈঠক করবে। মূলত বোরো ভিত্তিক বিক্ষোভ চালাবে বিজেপি। তাতে কলকাতা পুরসভা ডেঙ্গি মোকাবেলায় ব্যর্থ সে বিষয়টি তুলে ধরা হবে।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File