অর্থনৈতিক

ভোজ্য তেলের শুল্কহীন আমদানি, চিনি রফতানিতে রাশ টানছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জোড়া পদক্ষেপ

ভোজ্য তেলের শুল্কহীন আমদানি, চিনি রফতানিতে রাশ টানছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জোড়া পদক্ষেপ
Key Highlights

চড়া জ্বালানির দরের মধ্যেই দেশে সর্ষে, সয়াবিন, পাম— গত বছর সব ধরনের ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছিল।

ভোজ্য তেল আমদানিতে সায় এবং চিনি রফতানিতে রাশ টানতে অনুমোদন দিল অর্থ মন্ত্রক। ধারণা করা হচ্ছে, এর ফলে সাধারণ মানুষের উপকার হবে এবং মূল্যবৃদ্ধি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।

গত মঙ্গলবার অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বছরে ২০ লক্ষ টন করে অশোধিত সূর্যমুখী তেল এবং সয়াবিন তেল আমদানি করা যাবে। এ জন্য আমদানি শুল্ক এবং কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস লাগবে না। দু’বছরের জন্য এই নির্দেশ জারি থাকবে বলে জানা গিয়েছে। এই ব্যবস্থার হাত ধরে এই তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা করে কমবে বলে মনে করছে শিল্প মহল।

গত বছর সব ধরনের ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। যার জেরে বিরোধী থেকে শুরু করে আমজনতার তোপের মুখে পড়ে মোদী সরকার। অর্থনীতির ঝিমুনি ও অতিমারিতে রুজি-রুটির সমস্যায় পড়া মানুষের পাতে তেল ‘বাড়ন্ত’ হওয়ার উপক্রম হয়। সংশ্লিষ্ট মহলের মতে, এই অবস্থায় জ্বালানির পরে মানুষকে আরও সুরাহা দেওয়ারই চেষ্টা করল কেন্দ্র।