কবে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি ? আসুন তা জেনে নেওয়া যাক

Saturday, October 15 2022, 8:09 pm
highlightKey Highlights

বলিউডে আবার বসছে বিয়ের আসর। সম্প্রতি গাঁটছড়া বাঁধতে চলেছেন রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি।


বলিউডে ফের সুখবর। বর্তমানে লাইম লাইটে রয়েছে রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি বিবাহের সংবাদ। জানা গিয়েছে, ২০২৩ সালে দুজনেই চারহাত এক হাত হতে চলেছে। অনুগামীদের কাছ থেকে ইতিমধ্যেই আসছে শুভেচ্ছা বার্তা। 

সেলেব জুটির বিবাহের খবরটি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী রকুলপ্রীতের ভাই, কী বললেন তিনি জেনে নেওয়া যাক

রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানিকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে তাদের বিয়ের খবর। কবে তাঁরা দুজনের সম্পর্কের নতুন নাম দিতে চলেছেন তা জানার জন্য ভক্তরাও আগ্রহী। তাদের বিয়ের খবর জানালেন তাঁর ভাই।

Trending Updates

রকুলের ভাই আমান জানিয়েছেন, "জ্যাকির সঙ্গে কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন রকুল। দুজনেই একে অপরকে পছন্দ করেন এবং বিয়ে করতে চান। এই মুহূর্তে বিয়ের কোনোও তারিখ ঠিক করা হয়নি, তবে এরকম কিছু হলে রাকুল নিজেই তা সবাইকে জানাবেন। বর্তমানে জ্যাকির বড় প্রজেক্ট কাজ আছে এবং রাকুলও ব্যস্ত, তাই দুজনেই ভেবেচিন্তে বিয়ের সিদ্ধান্ত নেবেন।"

রকুল প্রীত তার প্রেম জীবনের জন্যও শিরোনামে রয়েছেন। দুজনেই খুব মানাবে। এমনই অনেক অনুগামী মনে করছেন। বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানি। ছেলের বিয়ে একটু অন্যভাবে দিতে চান বসু। রকুল এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং বিয়ের ঘোষণাও করবেন বলে জানিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File