সেলিব্রিটি

সম্প্রতি মা হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা পাল সরকার, এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী

সম্প্রতি মা হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা পাল সরকার, এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী
Key Highlights

ছোট পর্দার খল নায়িকা হিসেবেই বেশি পরিচিত অভিনেত্রী মোনালিসা পাল সরকার মা হওয়ার কথা জানিয়ে সকলকে একেবারে চমকে দিয়েছিলেন। সম্প্রতি শেয়ার করলেন সদ্যোজাত খুদের ছবি।

টেলিভিশনের জনপ্রিয় মুখ মোনালিসা পাল সরকার, তবে মুখ্য চরিত্রের চেয়ে তাকে খল নায়িকা হিসেবে বেশি দেখা গিয়েছে। মাসখানেক আগেই তিনি জানিয়েছিলেন মা হওয়ার কথা। এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সাথে শেয়ার করলেন ছেলের নাম এবং ছবি। গত অক্টোবর মাসেই মা হওয়ার কথা প্রথম জানিয়েছিলেন মোনালিসা।

বেশ কয়েকদিন ধরে অভিনয় জগত থেকে দূরে রয়েছেন জনপ্রিয় সিরিয়াল 'কে আপন কে পর'-এর খল নায়িকা তন্দ্রা ওরফে অভিনেত্রী মোনালিসা পাল সরকার। কয়েক মাস আগেই অবশ্য তার এই বিরতির কারণ জনসমক্ষে জানিয়েছিলেন অভিনেত্রী। নিজেই ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমার আর বিশ্বজিতের ছেলে হয়েছে। সবাই আমাদের জন্য প্রার্থণা করবেন।’

২০১৮ সালের ১৯শে নভেম্বর মোনালিসা পেশায় আইটিতে কর্মরত বিশ্বজিৎ সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জানা গিয়েছিল খুব ছোট থেকেই বন্ধুত্ব,তারপর প্রেম এবং অবশেষে পরিণতি পেয়েছিল সেই দীর্ঘদিনের সম্পর্ক। আর এখন সেই সংসারে এক খুদে সদস্যের আগমন ঘটে।

সাদা তোয়ালেতে খুদেকে জড়িয়ে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী সেখানে সাদা রঙের একটা পোশাক পরে আছেন মোনালিসা। ছবির পাশাপাশি অভিনেত্রী জানান তার সদ্যোজাত ছেলের নাম রেখেছেন রেয়াংশ। যার অর্থ ‘আলোক রশ্মি’  বা ray of light। সঙ্গে এটি ভগবান বিষ্ণুর আরেক নাম, যিনি অন্ধকারেও আলোর দিশা সম্ভবত হাসপাতাল থেকে ফেরার পরই ছবিটা তোলা। নীল-সাদা বেলুনে সাজানো হয়েছিল চারিপাশ। তার শেয়ার করা পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। 

একসময় টেলিভিশনে সঞ্চালিকার ভূমিকায় ও দেখা গিয়েছিল মোনালিসাকে। এরপর ধীরে ধীরে মডেলিং জগতে প্রবেশ করেন তিনি। এছাড়াও মোনালিসা বিজ্ঞাপনের জগতের ও বেশ পরিচিত মুখ ছিলেন। তারপর সেখান থেকে আসেন অভিনয় জগতে। সেখানেও তিনি বেশ জনপ্রিয়তা পান। জয়ী, বেদের মেয়ে জ্যোৎস্না, কে আপন কে পর, গোলমালে গোল-এর মতো মেগায় কাজ করেছেন। মা হওয়ার পর আপাতত পর্দা থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। ছেলেকে সামাল দিতেই দিন কাটছে তাঁর। অভিনেত্রী ঘনিষ্ঠ সূত্রে খবর, একরত্তির একটু বড় না হওয়া পর্যন্ত কাজে ফেরার কথা ভাবছেন না মোনালিসা।


Local Train Cancelled | বুধ-বৃহস্পতি শিয়ালদহ শাখায় চলবেনা ট্রেন, বাতিল ট্রেনের তালিকা দেখে নিন একনজরে
Delhi Blast | মানুষ মারার চেষ্টা! দিল্লি বিস্ফোরণের অভিযুক্ত চিকিৎসককে বেধড়ক মারধর বন্দীদের
Teacher Recruitment | রাজ্যে ১৩ হাজারের বেশি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ! আবেদন করা যাবে বুধবার থেকেই!
Delhi Blast | ‘সুইসাইড বম্বিং আদতে শহিদ অভিযান’! আত্মঘাতী হামলার আগে ভিডিয়ো উমরের!
Sheikh Hasina Verdict | হাসিনাকে ফেরত চাইলো ঢাকা, বিবৃতি জারি করে উত্তর দিলো নয়াদিল্লি!
Shubman Gill | ইডেনে আর খেলবেন না ক্যাপ্টেন 'গিল', আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর
Duyare Swasthya | এক গাড়িতেই মিলবে ডাক্তার, করা যাবে USG থেকে ব্লাড টেস্ট! শালবনিতে ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’র উদ্বোধন স্বাস্থ্য দপ্তরের