খেলাধুলা

Wimbledon 2023 | জকোভিচকে পরাজিত করে উইম্বলডনের নতুন রাজা তরুণ খেলোয়াড় কার্লোস আলকারাজ়!

Wimbledon 2023 | জকোভিচকে পরাজিত করে উইম্বলডনের নতুন রাজা তরুণ খেলোয়াড় কার্লোস আলকারাজ়!
Key Highlights

রবিবার ২০২৩ উইম্বলডন চ্যাম্পিয়নশিপের পুরুষদের সিঙ্গলসে কিংবদন্তি নোভাক জকোভিচকে পরাজিত করে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয় করেন ২০ বছর বয়সী কার্লোস আলকারাজ়।

গোটা বিশ্বকে চমক দিয়ে ইতিহাস গড়লেন মাত্র ২০ বছর বয়সী কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। ২০২৩ উইম্বলডন চ্যাম্পিয়নশিপে (Wimbledon Championships 2023) পুরুষদের সিঙ্গলস খেতাব জয় করলেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারেজ (Carlos Alcaraz)। 

গতকাল অর্থাৎ ১৬ই জুলাই, রবিবার লন্ডনে (London) আয়োজিত হয় ২০২৩ উইম্বলডন চ্যাম্পিয়নশিপের পুরুষদের সিঙ্গলস। কার্লোস আলকারেজের মুখোমুখি ছিলেন কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)।  ম্যাচের প্রথম সেটে বেশ দাপট দেখান জোকোভিচ। দ্বিতীয় সেটে আলকারেজ দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এবং সেটকে ট্রাইব্রেকার পর্যন্ত নিয়ে যান। ট্রাইব্রেকারে নোভাকের ভুল সিদ্ধান্তের ফায়দা তুলে ১-১ সমতায় ফিরিয়ে আনেন ম্যাচ। এরপর তৃতীয় সেটে ৬-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেন আলকারেজ। বিশ্বের ১ নম্বর টেনিস তারকা টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচকে ১-৬, ৭-৬ (৬), ৬-১, ৩-৬ এবং ৬-৪ ব্যবধানে পরাস্ত করেন। এই দুই খেলোয়াড়ের মধ্যে ম্যাচ চলে প্রায় ৪ ঘণ্টা ৪২ মিনিট ধরে।

২০২৩ উইম্বলডন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস খেতাব জয়ের পর খুশিতে উচ্ছসিত আলকারাজ়। সোশ্যাল মিডিয়ায় নিজেই লেখেন, সারাজীবনের স্বপ্ন ছিল।বিশ্বাস ছাড়লে চলবে না। ২০ বছর বয়সে সব কিছু খুব দ্রুত ঘটছে। পাশাপাশি নিজের প্রত্যেক দিনের পরিশ্রমের সুফল পেয়ে নিজের ওপর গর্বিত বলেও জানান খেলোয়াড়।

সারাজীবনের স্বপ্ন ছিল। তোমাকে বিশ্বাস ছাড়লে চলবে না। আমার বয়স মাত্র ২০। সব কিছু খুব দ্রুত ঘটছে। তবে প্রত্যেক দিন আমি যেভাবে পরিশ্রম করি, তাতে খুব গর্ব অনুভব করছি। সমর্থন করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।

কার্লোস আলকারাজ়

অন্যদিকে, তরুণ খেলোয়াড়ের সাফল্যে তাকে অভিনন্দনবার্তা জানিয়েছেন রাফায়েল নাদালও (Rafael Nadal)। নিজে না খেললেও নাদালের চোখ ছিল রবিবারের ফাইনালে। আলকারাজ় জয়ী হতেই সোশ্যাল মাধ্যম দ্বারা তিনি কার্লোসকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, স্পেনের টেনিসের পথ প্রদর্শক মানোলো সান্তানা (Manolo Santana) আজ যেখানেই থাকুন না কেন, তিনিও যেন কার্লোসের সাফল্যে উচ্ছসিত।

অভিনন্দন কার্লোস আলকারাজ়। আজ আমাদের দারুণ আনন্দ দিয়েছো। স্পেনের টেনিসের পথ প্রদর্শক মানোলো সান্তানা আজ যেখানেই থাকুন না কেন, আমি নিশ্চিত তিনিও তোমার হয়ে গলা ফাটিয়েছেন। তোমাকে আলিঙ্গন পাঠালাম। মুহূর্তটা উপভোগ করো. চ্যাম্পিয়ন!

রাফায়েল নাদাল

২০ বছর বয়সি কার্লোস আলকারেজ এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম (Grand Slam) জয় করলেন। এর আগে গত বছর আলকারেজ নরওয়ের (Norway) ক্যাসপার রুডকে (Casper Ruud) হারিয়ে ইউএস ওপেন জয় করেছিলেন। প্রসঙ্গত, টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে কার্লোস আলকারেজ টুর্নামেন্টের তৃতীয় বাছাই দানিল মেদভেদেভকে (Daniil Medvedev) পরাস্ত করেছিলেন। আলকারেজ মেদভেদেভকে ৬-৩, ৬-৩ এবং ৬-৩ ব্যবধানে পরাস্ত করেন। অন্যদিকে নোভাক জোকোভিচ সেমিতে ইটালির অষ্টম বাছাই ইয়ানিক সিনরকে (Yannick Sinor) ৬-৩, ৬-৪, ৭-৬ ব্যবধানে পরাস্ত করেন।


IPL 2024 | আইপিএল লিগ পর্বের প্রায় শেষে প্লে-অফের লড়াইয়ে টিকে ৬টি দল! স্থান পাকা করতে কোন দলকে কোন সমীকরণে খেলতে হবে?
Rabindra Jayanti | বংশের আসল পদবী ছিল না ‘ঠাকুর’! চিনে তিনি রবীন্দ্রনাথ নয় পরিচিত 'চু- চেন-তাং' নামে! জানুন কবিগুরুর সম্পর্কে অজানা তথ্য!
S Somnath | একটা সময় ছিল না হস্টেলের টাকা দেওয়ার মত সামর্থ্য, আজ তিনি ইসরো প্রধান! জানুন এস সোমনাথের সাফল্যের কাহিনী!
West Bengal Weather Update | সোমবার বিকেলেই বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী! সারা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য