TikTok in India | গুরুগ্রামে লোক নিয়োগ করছে TikTok! লোক নিয়োগের পোস্ট হয়েছে লিঙ্কডিনে!
Sunday, August 31 2025, 5:38 pm

টিকটকের পেরেন্ট কোম্পানি বাইটড্যান্স সম্প্রতি লোক নিয়োগের জন্য পোস্ট করেছে লিঙ্কডইনে।
২০২০ সালে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয় টিকটককে। গালওয়ানে ভারত ও চিনের সংঘাতের আবহেই টিকটক সহ ৫৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষিত হয় ভারতে। ৫ বছর পর ফের ভারতে ফিরছে টিকটক? সম্প্রতি টিকটকের পেরেন্ট কোম্পানি বাইটড্যান্স সম্প্রতি লোক নিয়োগের জন্য পোস্ট করেছে লিঙ্কডিনে। পোস্টে জানানো হয়েছে গুরুগ্রাম অফিসে কনটেন্ট মডারেটর (বাংলাভাষী) এবং ওয়েলবিয়িং পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস লিড এই দু’টি পদে লোক নিয়োগ করতে চলেছে বাইটড্যান্স। প্রসঙ্গত, সম্প্রতি ভারত থেকে টিকটকের ওয়েবসাইট আংশিক ভাবে অ্যাক্সেস করা যাচ্ছে বলে খবর।