নেতাজি-অস্বস্তি! দু’মাসের মধ্যে কেন্দ্রের কাছে উত্তর চেয়েছে হাইকোর্টের

Tuesday, December 14 2021, 4:15 am
highlightKey Highlights

কেন্দ্র থেকে শুরু করে আম জনতা— সকলেই নেতাজিকে যথেচ্ছ ভাবে ব্যবহার করছেন। অথচ তিনি জীবিত না মৃত, তা নিয়ে কেন তথ্য প্রকাশ করছে না কেন্দ্র ।


নেতাজি সুভাষচন্দ্র বসু কি জীবিত না মৃত? হরেন বাগচী নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে এই নিয়ে একটি জনস্বার্থ মামলায় আবেদন করেছিলেন। পাশাপাশি, ভারতীয় টাকায় নেতাজির ছবি ব্যবহার করা যায় কি না, তা-ও কেন্দ্রের কাছে জানতে চেয়েছেন তিনি। আজ অর্থাৎ ১৩ই ডিসেম্বর, ২০২১ সেই মামলারই শুনানি ছিল।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আবেদনকারীর এই বক্তব্য খতিয়ে দেখে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে নেতাজি জীবিত না মৃত, তা আগামী আট সপ্তাহ অর্থাৎ দু’মাসের মধ্যে একটি হলফনামায় কেন্দ্রকে জানাতে হবে। সেই সঙ্গে মামলাকারীর আবেদন মেনে নিয়ে আদালতের আরও নির্দেশ, ভারতীয় টাকায় নেতাজির ছবি ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে মতামতও হলফনামায় জানাতে হবে কেন্দ্রকে।

Trending Updates



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File