রাশি ফল

শনিবার ২৬শে মার্চ ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (26th March, 2022)

শনিবার ২৬শে মার্চ ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (26th March, 2022)
Key Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন শনিবারের রাশিফল।

রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন শনিবারের রাশিফল

মেষ রাশি

আজ চাকরির স্থানে শুভ কিছু ঘটার সম্ভাবনা। কোনও মহিলার সঙ্গে পরিচয় ঘনিষ্ঠ হতে পারে। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার। বাড়িতে কোনও আত্মীয়ের জন্য অশান্তি ঘটতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায় দুর্ভাবনা বৃদ্ধি পাবে।

বৃষ রাশি

শত্রুর জন্য চিন্তা বাড়তে পারে। সকালের দিকে ব্যয় বৃদ্ধি পাবে। প্রিয় ব্যক্তিকে কুকথা বলার জন্য অনুতাপ। ছেলের জন্য মানসিক কষ্ট। বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য মানসিক চঞ্চলতা বাড়তে পারে। 

মিথুন রাশি

সামাজিক মর্যাদাহানির ভয় মনে কাজ করতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর পাওয়ায় আনন্দ। বাড়িতে বন্ধুদের উৎপাত বৃদ্ধি। প্রেমের জন্য ভাল সময়। প্রেমের ক্ষেত্রে খরচ বাড়তে পারে। কাজের জন্য ব্যস্ত থাকতে হবে সারাদিন। স্ত্রীর ব্যাপারে কোনও খারাপ চিন্তা আসতে পারে।

কর্কট রাশি

ভাল কাজের জন্য চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। মায়ের জন্য কোনও কারণে বাড়িতে বিবাদ। অতিরক্ত ভোগের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় আর্থিক চাপ বৃদ্ধি। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা। বাড়িতে কোনও সুখবর আসতে পারে।

সিংহ রাশি

সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে অভিমান বৃদ্ধি। দূরে কোনও ভ্রমণের আলোচনা। বাড়তি কোনও খরচের জন্য ঋণ। পিতার সঙ্গে কোনও বিষয়ে তর্ক। আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান। লেখকদের জন্য দিনটি ভাল। 

কন্যা রাশি

চাকরির স্থানে কোনও বাধা আসতে পারে। শত্রুর জন্য কোনও ক্ষতি হতে পারে। দূরের কোনও বন্ধুর খবর আসায় শান্তিলাভ। আর্থিক ব্যাপারে চিন্তা। খেলাধূলায় জয়লাভ। পারিবারিক সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে।

তুলা রাশি

সংসারের জন্য শান্তি কামনা। পাওনা আদায় নিয়ে কোনও বিবাদ হতে পারে। শত্রু থেকে মুক্তি লাভ। ধর্ম সংক্রান্ত কাজে কোনও কিছু দান করতে হতে পারে। আজ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। রাত্রের দিকে ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি। 

বৃশ্চিক রাশি

সকালের দিকে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। সংসারে ব্যয়সঙ্কোচের চেষ্টা। শত্রুর কারণে মনে ভয় থাকবে। ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও নামী প্রতিষ্ঠানে কাজের যোগাযোগ হতে পারে। আজ একটু রাগ সংযত করতে হবে।

ধনু রাশি

প্রেমের ব্যপারে শান্তি পেতে পারেন। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি। সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি। পেটের সমস্যা। বন্ধুদের কাছ থেকে ভালবাসা পাবেন। ব্যবসায় কোনও ক্ষতি হওয়ার আগে একটু সাবধান থাকুন। খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। 

কুম্ভ রাশি 

আজ সারাদিন শরীরে কষ্ট থাকবে। ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে। কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। খেলাধূলায় সাফল্য আসতে পারে। বিবাহ সংক্রান্ত ব্যাপারে কোনও আনন্দের খবর পাবেন। ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি। বাড়তি কোনও খরচের জন্য চিন্তা। 

মকর রাশি

আজ আশা ভঙ্গ হওয়ার দিন। দূরে কোনও বেড়াতে যাওয়ার আলোচনা। সামাজিক কাজের জন্য নাম-যশ বাড়তে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ। কোনও আত্মীয়ের সম্পর্কে দুঃসংবাদ নিয়ে চিন্তা। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি। 

মীন রাশি

শরীরে কোনও রোগের কারণে যন্ত্রণা বৃদ্ধি। প্রেমে বিরহ আসতে পারে। আজ বন্ধুদের থেকে সাহায্য পাবেন। ব্যবসায় কোনও লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি আসতে পারে। সন্তানের ব্যপারে নতুন চিন্তা। বাড়িতে অশান্তির জন্য আজ মন ভাল লাগবে না। 


Thailand-Cambodia | থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধপরিস্থিতি, সেদেশের ভারতীয়দের সতর্ক করলো ইন্ডিয়ান এমব্যাসি
Maldah | ফের ভিনরাজ্যে বাংলাভাষীর ওপর অত্যাচারের অভিযোগ! পে লোডারে চাপিয়ে বাংলার শ্রমিককে ছুঁড়ে দেওয়া হয় বাংলাদেশে!
OTT Platform | ‘সফট পর্ন কনটেন্ট’ দেখানোর অভিযোগে নিষিদ্ধ Ullu, ALTT, Desiflix-সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম!
Burnpur Bridge Collapsed | ভেঙে পড়ল দামোদর নদ থেকে জল তোলার পাইপ-সহ গোটা লোহার ব্রিজ!
Newtown | নিউটাউনের গেস্ট হাউস থেকে উদ্ধার যুবতীর দেহ! বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে খুন করলো স্বামী!
21st July Live | '২৭ শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে'! প্রতি শনি ও রবিবার মিটিং-মিছিল করার নির্দেশ দলকে!
দয়ার প্রতিভু ~ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | Biography of Vidyasagar in Bengali with PDF