হাওড়া ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারাল কলকাতা থেকে হাওড়াগামী বাস! দুর্ঘটনার জেরে মৃত ২

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

শহরের বুকে মর্মান্তিক দুর্ঘটনা! হাওড়া ব্রিজ পার করে অ্যাপ্রোচ রোডে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারাল বাস।


নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে পিষে দিল কলকাতা থেকে হাওড়াগামী ঘাতক একটি বাস। এই ঘটনার জেরে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সোমবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল তিলোত্তমা! হাওড়া ব্রিজের অ্যাপ্রোচ রোডে নিয়ন্ত্রণ হারাল বাস

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ওই অঞ্চলে। আতঙ্কের জেরে সাধারণ মানুষ রীতিমত ছোটাছুটি শুরু করে দেন রাস্তায়। জানা গিয়েছে, শিয়ালদহ থেকে হাওড়াগামী একটি বেসরকারি বাস হাওড়া ব্রিজ পার করে হাওড়ার দিকে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। আর সেই সময়েই অ্যাপ্রোচ রোডে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে দেওয়ালে ভয়ঙ্কর গতিতে ধাক্কা মারে বলে দাবি স্থানীয় মানুষজনের। এই ঘটনায় দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান বলে জানা যাচ্ছে। এক পথচারী ঘটনায় গুরুতর জখম হন বলে জানা যাচ্ছে। যদিও ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

Trending Updates

ঘটনার পরেই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। শুধু তাই নয়, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যদিকে বাকিদের নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিয়ালদহ থেকে হাওড়া রুটের ২৮ নম্বর বাসটি সম্ভবত ব্রেক ফেল করে এবং এতেই এই দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা অবশ্য সুরক্ষিত রয়েছেন। কিভাবে দুর্ঘটনা ঘটল তা সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসের সমস্ত ফিটনেস সার্টিফিকেট সহ অন্যান্য সমস্ত কিছু জিনিস খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে পুলিশ আটক করেছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, গ্রেফতার করা হয়েছে ওই বাসের চালককেও। তবে স্থানীয় মানুষজন জানাচ্ছেন, বাসটি দ্রুত গতিতে চালানো হচ্ছিল। এমনকি রেষারেষি করেই বাসটিকে চালানো হচ্ছিল বলেও অভিযোগ বাস যাত্রীদের। আর সেই কারণেই এই দুর্ঘটনা বলেও অভিযোগ তাঁদের। যদিও পুরো বিষয়টি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File