বুদ্ধদেব ভট্টাচার্যসুস্থতার অগ্রগতি বুদ্ধদেব ভট্টাচার্যের, খেলেন তরল খিচুড়ি, চলবে বাইপ্যাপ
সুস্থ হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকেরা জানান, গত শনিবার লিকার চা এবং রবিবার দুপুরে নিজ মুখে তরল খিচুড়ি সঙ্গে অল্প পাকা পেঁপে ও আঙুর ফল খেয়েছেন তিনি। যা দেখে ক্ষণিক স্বস্তি পেয়েছেন চিকিৎসকেরা। ক্যাথিটার খোলা হলেও এখনও রয়েছে তাঁর রাইলস টিউব। ওই নলের মাধ্যমেই তাঁকে প্রোটিন-যুক্ত তরল খাবার দেওয়া হচ্ছে। তবে তাঁকে এখনও ‘নন-ইনভেনসিভ ভেন্টিলেশন’-এ রাখা হয়েছে। আজ থেকে বুদ্ধবাবুকে কিছু সময় অন্তর বাইপ্যাপ দেওয়ার কথাও জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। শনিবার রাতে বুদ্ধবাবুকে পরীক্ষা করেন চক্ষু চিকিৎসক সৌগত হালদার এবং ইতিমধ্যেই দেওয়া হচ্ছে চোখে ড্রপ।