Wrestlers Protest | শর্ত সাপেক্ষে কুস্তিগীরদের দায়ের করা যৌন হেনস্থার মামলা থেকে ব্রিজভূষণকে জামিন!
যৌন হেনস্থা মামলার শুনানিতে এদিন দিল্লি আদালতে সমন করা হয় ব্রিজভূষণ সিং-কে। কিছু শর্ত মেনে আগামী শুনানির আগে পর্যন্ত জামিন দেওয়া হয় তাকে।
ভারতীয় কুস্তিগীরদের (Indian Wrestler) লাগাতার আন্দোলন, মাটিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সবই হয়ে উঠলো তাদের কাছে ব্যর্থ। যৌন হেনস্থা মামলায় সাময়িক স্বস্তি পেলেন ভারতের কুস্তিগীর সংস্থার সভাপতি তথা বিজেপি (BJP) সাংসদ ব্রিজভূষণ সিং (Brij Bhushan Singh)। এদিন দিল্লি (Delhi) আদালতে হাজিরা দেন ব্রিজভূষণ। এরপরই মামলার রায়ে জামিন দেওয়া হয় বিজেপি সাংসদকে। জামিন পেয়ছেন ফেডারেশনের আরেক কর্তা বিনোদ তোমরও (Vinod Tomar)।
সূত্রের খবর, ভারতীয় কুস্তিগীরদের দায়ের করা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থা মামলার শুনানিতে এদিন অর্থাৎ ১৮ই জুলাই মঙ্গলবার দিল্লি আদালতে সমন করা হয় ব্রিজভূষণকে। এরপর নির্ধারিত সময়েই আদালতে পৌঁছন কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট। পর শুনানি শেষে আদালতের তরফ থেকে জানানো হয়, তাকে যৌন হেনস্তার অভিযোগে জামিন দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে ব্রিজভূষণ ও বিনোদ তোমরের। যদিও আপাতত দু’দিনের জন্য ব্রিজভূষণের জামিন মঞ্জুর হয়েছে বলে খবর। ফলে একই মামলায় আগামী ২০ই জুলাই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে (Rouse Avenue Court,Delhi) ফের শুনানি হবে।
ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে দিল্লির যন্তরমন্তরে (Jantar Mantar) দীর্ঘদিন অবস্থান বিক্ষোভ করেন দেশের অলিম্পিক (Olympic) পদক জয়ী তাবড় তাবড় কুস্তিগীররা। এরপর সময়ের সঙ্গে সেই আন্দোলন বড় আকার ধারণ করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক, পদক বিসর্জন দিতে যাওয়ার মতো নানান কান্ড ঘটে। এর আঁচ পরে বিদেশেও। তবে আইনের ওপর ভরসা করে অবস্থান বিক্ষোভ তুলে নেন কুস্তিগীররা। তবে এদিন মামলার শুনানিতে ব্রিজভূষণকে জামিন দিলো আদালত।
উল্লেখ্য, ব্রিজভূষণের বিরুদ্ধে ৬ জন কুস্তিগীর শ্লীলতাহানির অভিযোগে দিল্লি পুলিশের (Delhi Police) কাছে যে চার্জশিট পেশ করেছিল, তার ভিত্তিতেই ব্রিজভূষণের বিরুদ্ধে সমন জারি করে দিল্লির আদালত। এর আগেও নির্দেশ মতো হাজিরা দেন ব্রিজভূষণ। রিজভূষণের আইনজীবীদের দাবি, মামলায় পূর্ণ সহযোগিতা করছেন তিনি।
উল্লেখ্য, ব্রিজভূষণের বিরুদ্ধে ৬ জন কুস্তিগীর শ্লীলতাহানির অভিযোগে দিল্লি পুলিশের (Delhi Police) কাছে যে চার্জশিট পেশ করেছিল, তার ভিত্তিতেই ব্রিজভূষণের বিরুদ্ধে সমন জারি করে দিল্লির আদালত। এর আগেও নির্দেশ মতো হাজিরা দেন ব্রিজভূষণ। রিজভূষণের আইনজীবীদের দাবি, মামলায় পূর্ণ সহযোগিতা করছেন তিনি। এর ভিত্তিতেই ব্রিজভূষণকে জামিন দেওয়ার আবেদন করা হয়। পুলিশের তরফ থেকে আগাম জামিনের আবেদনের বিরোধিতা করা না হলেও, দিল্লি ছেড়ে ব্রিজভূষণ অন্যত্র যেতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়। এই শর্ত মেনে চলবেন বলেও কোর্টকে জানান ব্রিজভূষণ। এরপরই ২৫ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে মাত্র ২ দিনের জন্য ভারতের কুস্তিগীর ফেডারেশনের সভাপতির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয় আদালতের তরফ থেকে।
- Related topics -
- খেলাধুলা
- ভারত
- কুস্তি
- মহিলা কুস্তিগীর
- কুস্তি ফেডারেশন
- কুস্তিগির
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- জামিন
- যৌন হেনস্তা