Whatsapp Gas Booking | এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করুন গ্যাস সিলিন্ডার!

Monday, May 15 2023, 8:23 am
highlightKey Highlights

এবার নিত্যদিন ব্যবহৃত হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করুন গ্যাস সিলিন্ডার। বিশিষ্ট নম্বরে ম্যাসেজ পাঠিয়ে তথ্য দিলেই আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে যাবে।


বর্তমান ডিজিটাল যুগে প্রায় সব কিছুই চলে এসেছে আমাদের হাতের মুঠোয়। দৈন্দিন জীবনের বেশ অনেকটা সময় বাঁচায় মোবাইল এবং নেট (Net)। নেট মাধ্যমে কোনও কিছু কেনা-বেচা থেকে শুরু করে, কিছু বুক করাও হয়ে গিয়েছে সহজ। কোনও সিনেমা দেখতে, বা কোনও রেঁস্তোরায় খেতে যাওয়ার আগে নেট মাধ্যমে বিভিন্ন অ্যাপের দ্বারা আমরা অনেকে যায়গা বুক করে থাকি। কিন্তু আপনি কি জানেন আপনার নিত্যদিন ব্যবহৃত  হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করতে পারেন গ্যাস সিলিন্ডারও? ফোনের মাধ্যমে গ্যাস বুক করার কথা প্রায় সকলে জানলেও, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যে গ্যাস বুক করা যায় তা অনেকেই হয়তো জানেন না।

হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করতে পারবেন গ্যাস সিলিন্ডার
হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করতে পারবেন গ্যাস সিলিন্ডার

সাধারণত অধিকাংশ মানুষই ফোন করে গ্যাস বুক করে থাকেন। অনেকে আবার সাহায্য নেন ম্যাসেজ পদ্ধতির। তবে এবার গ্যাস বুক করা হয়ে উঠেছে আরও সহজ। নিত্যদিনের ব্যবহৃত হোয়াটসঅ্যাপের (Whatsapp) মাধ্যমেই এবার সহজে বুক করতে পারবেন গ্যাস সিলিন্ডার। হোয়াটসঅ্যাপে বিশিষ্ট নম্বরে ম্যাসেজের মাধ্যমে কিছু তথ্য দিলেই গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) পৌঁছে দেওয়া হবে আপনার বাড়িতে।

হোয়াটসঅ্যাপে বিশিষ্ট নম্বরে ম্যাসেজের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করুন
হোয়াটসঅ্যাপে বিশিষ্ট নম্বরে ম্যাসেজের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করুন

কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করবেন | How To Book Gas Cylinder Via Whatsapp :

  •   প্রথমে আপনার স্মার্টফোনে আপনার গ্যাস সিলিন্ডার কোম্পানির হোয়াটসঅ্যাপ নম্বরটি সেভ করুন। ভারত গ্যাস সিলিন্ডার (Bharat Gas Cylinder) কোম্পানির হোয়াটসঅ্যাপ নম্বরটি হল -১৮০০২২৪৩৪৪ (1800224344), ইনডেন গ্যাস সিলিন্ডার (Inden Gas Cylinder) কোম্পানির হোয়াটসঅ্যাপ নম্বরটি হল- ৭৫৮৮৮৮৮৮২৪ (7588888824), এইচপি গ্যাস সিলিন্ডার (HP Gas Cylinder) কোম্পানির হোয়াটসঅ্যাপ নম্বরটি হল - ৯২২২২০১১২২ (9222201122)।
  • এরপর আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে গিয়ে এই নম্বরটি খুঁজে নম্বরটির চ্যাটে (Chat) যান।
  • তৃতীয় ধাপে, সেই চ্যাটে গিয়ে 'হাই' (‘Hi’) টাইপ করে ম্যাসেজটি পাঠিয়ে দিন।
  • ম্যাসেজ পাঠিয়ে দেওয়ার পরেই সেই চ্যাটে উত্তর অর্থাৎ রিপ্লাই (Reply) আসবে। যেখানে আপনাকে ভাষা বেছে নিতে বলা হবে। প্রতিটি ভাষার সামনে একটি নম্বর লেখা থাকবে, বিশিষ্ট সেই নম্বর বেছে নিলেই পরবর্তী ধাপগুলি সেই ভাষা অনুযায়ী আসবে। আপনি যদি বাংলা ভাষা বেছে নিতে চান, তাহলে ওই ভাষার সামনে যে নম্বর লেখা আছে যেমন, বাংলা ভাষার আগে যদি ১ লেখা থাকে তাহলে আপনাকে ১ লিখে পাঠাতে হবে।
গ্যাস সিলিন্ডার বুক করার আগে বেছে নিতে হবে আপনার ভাষা
গ্যাস সিলিন্ডার বুক করার আগে বেছে নিতে হবে আপনার ভাষা
  • ভাষা বেছে নেওয়ার পর আরেকটি অপশন (Option) আসবে। যেখানে আপনার গ্যাস বুক করার জন্য প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে।
  • এরপর গ্যাস বুকিং-এর (Gas Booking) অপশন সিলেক্ট করে, প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনি গ্যাস বুক করতে পারবেন।
  • মনে রাখবেন আপনার গ্যাস এজেন্সির সঙ্গে আপনার নিবন্ধিত হোয়াটসঅ্যাপ নম্বরটি (Registered WhatsApp number) দ্বারাই একমাত্র সিলিন্ডার বুক করতে পারবেন।
আপনার নিবন্ধিত হোয়াটসঅ্যাপ নম্বরটি দ্বারাই সিলিন্ডার বুক করতে পারবেন
আপনার নিবন্ধিত হোয়াটসঅ্যাপ নম্বরটি দ্বারাই সিলিন্ডার বুক করতে পারবেন

বর্তমানে ফোনের জন্য দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনেক কাজই সহজ হয়ে গিয়েছে। এখন দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে ফোন ও নেটের মাধ্যমে সহজেই ইলেকট্রিক বিলের টাকা দেওয়া থেকে শুরু করে অনলাইনে গ্যাস বুকিং, সমস্ত কিছুই করা সম্ভব। অনলাইন শপিং হোক, পেমেন্ট হোক বা মোবাইল ও ইন্টারনেট সংক্রান্ত যেকোনও কাজই নিমেষে হয়ে যায়।

বছরখানেক আগেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করার ফিচার চালু হয়
বছরখানেক আগেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করার ফিচার চালু হয়

প্রসঙ্গত, বছরখানেক আগেই হোয়াটসঅ্যাপ ভারতে ইউপিআই-এর (UPI) মাধ্যমে অনলাইন পেমেন্ট সহ একাধিক অনেক ফিচার চালু করেছে। এই অ্যাপ যুক্ত করেছে বেশ কিছু ফিচারও, যার মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডার বুক করার সুবিধা। ফোনের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করতে সময় লাগে একটু বেশি। তবে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি যেকোনও যায়গায় থেকেই কম সময়ের মধ্যে খুব সহজে গ্যাস বুক করতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File