Bombay Blood Group | প্রতি ১০ লক্ষ মানুষের মাত্র ৪ জনের শরীরে বইছে এই অতি বিরল রক্ত! জানুন বোম্বে ব্লাড গ্রুপ সম্পর্কে!

Tuesday, April 23 2024, 1:44 pm
highlightKey Highlights

একটি অতি বিরল রক্তের গ্রূপ বোম্বে ব্লাড গ্রুপ। এই ধরণের বিরল রক্তের গ্রুপ বিশ্বের জনসংখ্যার মাত্র ০.০০০৪ শতাংশের মধ্যে পাওয়া যায়।


রক্তদান –মহৎ দান। প্রতি নিয়ত অসংখ্য মানুষের রক্তের প্রয়োজন হয়। কিন্তু রক্তের ঘাটতি সব জায়গায়। যার জন্য সরকারের তরফ থেকে হোক কিংবা সাধারণ পাড়ার ক্লাব, প্রায়ই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত দেওয়ার আগে, ডাক্তাররা রক্তের গ্রুপ পরীক্ষা করে সিদ্ধান্ত নেন যে ব্যক্তি রক্ত ​​দিতে পারবে কি না। সাধারণত ৪ ধরনের রক্তের গ্রুপ থাকে এ (A), বি (B), এবি (AB) এবং ও (O)। এই চারটি রক্তের ভাগ আবার পজিটিভ বা নেগেটিভ হয়। কিন্তু এছাড়াও আরও একটি বিরল রক্তের গ্রূপ রয়েছে, যা পরিচিত বোম্বে ব্লাড গ্রুপ নামে।

বোম্বে ব্লাড গ্রুপ কী? । What is Bombay Blood Group?

এই ধরণের বিরল রক্তের গ্রুপ বিশ্বের জনসংখ্যার মাত্র ০.০০০৪ শতাংশের মধ্যে পাওয়া যায়। ভারতে ১০,০০০জন মানুষের মধ্যে মাত্র একজনের বম্বে ব্লাড গ্রুপ আছে। একে এইচএইচ রক্তের গ্রুপ বা বিরল ‘ABO’ রক্তের গ্রুপও বলা হয়। এই রক্তের ফিনোটাইপটি ১৯৫২সালে বম্বেতে ডা. ওয়াই এম ভেন্ডে প্রথম আবিষ্কার করেছিলেন। তারপর থেকেই বোম্বাই ব্লাড গ্রুপের নাম (bombay blood group name) এটি রাখা হয়। আসলে যেকোনও মানুষের রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকায় চিনির অণু থাকে। এই চিনির অণুগুলি নির্ধারণ করে যে একজন ব্যক্তির রক্তের গ্রুপ কী হবে। কিন্তু, বম্বে ব্লাড গ্রুপের মানুষের মধ্যে চিনির অণু তৈরি হয় না। তাই তারা কোনও রক্তের গ্রুপে আসে না। এই ব্লাড গ্রুপের মানুষের রক্তরসে এ, বি এবং এইচ অ্যান্টিবডি থাকে।

বিরল রক্তের গ্রুপ হওয়া সত্ত্বেও এই ব্লাড গ্রুপের লোকেরা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করে। তাদের কোনও ধরনের শারীরিক সমস্যা নেই। তবে প্রায়ই দেখা যায় যে বোম্বে ব্লাড গ্রুপ শুধুমাত্র ঘনিষ্ঠ রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তিদের মধ্যেই পাওয়া যায়। মুম্বইতে এই ফিনোটাইপ আছে মাত্র ০.০১ শতাংশ মানুষ। বাবা-মায়ের রক্তের গ্রুপ যদি বম্বে হয়, তাহলে সন্তানের রক্তের গ্রুপও এইচএইচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্লাড গ্রুপের মানুষই শুধুই বোম্বে ব্লাড গ্রুপের মানুষদের থেকে রক্ত ​​নিতে পারে। বোম্বে ব্লাড গ্রুপ খুবই বিরল, তাই অন্য কোন গ্রুপের রক্ত ​​ট্রান্সফিউজ করা খুব কঠিন হতে পারে। এমনকি এই ব্লাড গ্রুপের রোগীর জীবনকে বিপদে ফেলতে পারে।

যেহেতু এই রক্ত এমনিতেই বিরল তাই প্রয়োজনে এই রক্ত সহজে পাওয়া যায় না। যার ফলে একজন ব্যক্তির নিজের রক্তের গ্রূপ সম্পর্কে সবার আগে জানা উচিত।বিশেষ করে যদি তাদের রক্তের গ্রুপ বোম্বে হয়। গবেষণায় দেখা গিয়েছে, প্রতি ১০ লক্ষ মানুষের মাত্র ৪ জনের শরীরে বইছে এই অতি বিরল রক্ত। ফলে আপনার যদি এই রক্ত গ্রূপ হয়েই থাকে তাহলে আগের থেকেই সচেতন হওয়া উচিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File