আর জি কর কান্ড

R G Kar | আরজিকর কলেজ ও হাসপাতালে বোমাতঙ্ক! আন্দোলনরত চিকিৎসকদের ধরনা মঞ্চে পরে পরিত্যক্ত ব্যাগ

R G Kar | আরজিকর কলেজ ও হাসপাতালে বোমাতঙ্ক! আন্দোলনরত চিকিৎসকদের ধরনা মঞ্চে পরে পরিত্যক্ত ব্যাগ
Key Highlights

বৃহস্পতিবার সকালে আরজিকর মেডিক্যাল কলেজে চত্বরে যে মঞ্চে চিকিৎসকরা বসে আন্দোলন করছেন, সেই মঞ্চের সামনেই একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় ।

আরজিকর কলেজ ও হাসপাতালে বোমাতঙ্ক! বৃহস্পতিবার সকালে আরজিকর মেডিক্যাল কলেজে চত্বরে যে মঞ্চে চিকিৎসকরা বসে আন্দোলন করছেন, সেই মঞ্চের সামনেই একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় । বেশ কিছু সময় অতিক্রান্ত হওয়ার পরেও কেউ ব্যাগটি না নিয়ে যাওয়ায় আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। । কীভাবে ওই ব্যাগটি ওখানে এল, কে ব্যাগ ফেলে রেখে গেল, তা হাসপাতালের আউটপোস্ট ও টালা থানার পুলিশ মেডিক্যাল কলেজ চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।