সেলিব্রিটি

দীর্ঘ বিরতির পর ফের বলিউডে কামব্যাক করছেন অভিনেত্রী গীতা বসরা, বিপরীতে রয়েছেন পরমব্রত

দীর্ঘ বিরতির পর ফের বলিউডে কামব্যাক করছেন অভিনেত্রী গীতা বসরা, বিপরীতে রয়েছেন পরমব্রত
Key Highlights

প্রায় ছ'‌বছরের বিরতির পর ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন অভিনেত্রী গীতা বসরা। আবার অভিনয় করবেন তিনি এবং তাঁর বিপরীতে থাকবেন টলিউড অভিনেতা পরমব্রত।

বিনোদন জগত থেকে দীর্ঘ বিরতি নেওয়ার পর ফের পুণরায় প্রত্যাবর্তন। অভিনেত্রী গীতা বসরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে অভিনয়ের জগত থেকে সরে গিয়ে নিজের বৈবাহিক জীবন ও সন্তানদের দিকে নজর দেবেন এবং নিজের সাংসারিক জীবন উপভোগ করবেন। যদিও অভিনয় ছাড়ার পরও তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। তবে এবার তিনি আবারও বলিউডে ফেরত আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর আগামী সিনেমার নাম 'নোটারি'

ফের বলিউডে ফিরছেন অভিনেত্রী গীতা বসরা, কেমন ছিল তাঁর অভিনয় জগত? আসুন একবার তা ফিরে দেখা যাক

বলিউডে গীতা বসরার কেরিয়ারের শুরুটা ভালোই ছিল। ২০০৬ সালে 'দিল দিয়া হ্যায়' দিয়ে বলিউডে তাঁর অভিষেক হয়েছিল। কিন্তু হরভজন সিংয়ের সঙ্গে প্রেম ও বিয়ের পর অভিনয় জগৎ থেকে নিজেকে বেশ দূরেই সরিয়ে নিয়েছিলেন গীতা। এতদিন মন দিয়েসংসার ধর্ম পালন করেছেন সামলেছেন সন্তানদের। তবে ফের একবার অভিনয় জগতে ফিরছেন হরভজন সিংয়ের স্ত্রী। গীতা বসরা নিজেই এই কথা জানিয়েছেন। 

তাঁর এই কামব্যাকের জন্য অভিনেত্রী যাবতীয় কৃতিত্ব দিয়েছেন তার স্বামী হরভজন সিংকেই। গীতা জানিয়েছেন হরভজন তাদের দুই সন্তান মেয়ে হিনায়া ও ছেলে জোভানের দায়িত্ব নিতে রাজি হওয়ায় ফের কাজের জগতে ফিরতে পেরেছেন তিনি।

গীতা তাঁর ইনস্টাগ্রামে নিজের পরবর্তী ছবি 'নোটারি'-র ঘোষণা করেন এবং একটু ঝলকও দিয়ে দেন সিনেমার যাতে বোঝা যায় 'নোটারির' গল্প আসলে কি নিয়ে। এই সিনেমার শুটিং শুরুর আগে গীতা বসরা তাঁর পুরো পরিবারকে নিয়ে দুবাইতে সময় কাটিয়ে এসেছেন। তারপর দেশে ফিরেই জোরকদমে শুটিং শুরু করেন। এই ছবিটি ভোপালে শুট করা হয়। পবন ওয়াদেওয়ার অভিনীত 'নোটারি' সিনেমায় পরমব্রত-গীতা বসরা ছাড়াও অভিনয় করছেন শিব পণ্ডিত, প্রিয়া বন্দোপাধ্যায়, দলিপ তাহিল, দর্শনা বণিক সহ অন্যান্যরা।


Tsunami | বঙ্গোপসাগরে দেড় ঘণ্টার মধ্যে ৪টি ভূমিকম্প! সুনামি সতর্কতা জারি চিন-কোরিয়া-ভিয়েতনাম-নিউজিল্যান্ডেও!
Operation Mahadev | শিবের বারেই নিকেশ পহেলগাঁও হামলার ৩ জঙ্গি! জানেন এই মিশনের নাম 'অপারেশন মহাদেব' কেন? নায়করাই বা কারা?
Divya Deshmuk | দাবায় বিশ্বসেরা! প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন পেলো ভারত! চিনুন দিব্যা দেশমুখকে!
Weather Update | এখনই বৃষ্টি থেকে রেহাই নয়, বরং দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বাড়তে চলেছে বর্ষণ!
Operation Mahadev | পহেলগাঁও জঙ্গি হামলার বদলা! 'অপারেশন মহাদেবে' কাশ্মীরে নিকেশ ৩ জঙ্গি!
Siliguri | কারোর বয়স ২১ তো কারোর ৩৫..ভিনরাজ্যে কাজে পাঠানোর নাম করে পাচারের ছক! শিলিগুড়ি থেকে উদ্ধার ৩৪ যুবতী!
AK203-Sher | মিনিটে ৭০০ বুলেট ছুঁড়তে সক্ষম, নিশানা অব্যর্থ! ভারত-রাশিয়ার উদ্যোগে তৈরী হলো AK ২০৩-'শের'!