সেলিব্রিটি

দীর্ঘ বিরতির পর ফের বলিউডে কামব্যাক করছেন অভিনেত্রী গীতা বসরা, বিপরীতে রয়েছেন পরমব্রত

দীর্ঘ বিরতির পর ফের বলিউডে কামব্যাক করছেন অভিনেত্রী গীতা বসরা, বিপরীতে রয়েছেন পরমব্রত
Key Highlights

প্রায় ছ'‌বছরের বিরতির পর ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন অভিনেত্রী গীতা বসরা। আবার অভিনয় করবেন তিনি এবং তাঁর বিপরীতে থাকবেন টলিউড অভিনেতা পরমব্রত।

বিনোদন জগত থেকে দীর্ঘ বিরতি নেওয়ার পর ফের পুণরায় প্রত্যাবর্তন। অভিনেত্রী গীতা বসরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে অভিনয়ের জগত থেকে সরে গিয়ে নিজের বৈবাহিক জীবন ও সন্তানদের দিকে নজর দেবেন এবং নিজের সাংসারিক জীবন উপভোগ করবেন। যদিও অভিনয় ছাড়ার পরও তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। তবে এবার তিনি আবারও বলিউডে ফেরত আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর আগামী সিনেমার নাম 'নোটারি'

ফের বলিউডে ফিরছেন অভিনেত্রী গীতা বসরা, কেমন ছিল তাঁর অভিনয় জগত? আসুন একবার তা ফিরে দেখা যাক

বলিউডে গীতা বসরার কেরিয়ারের শুরুটা ভালোই ছিল। ২০০৬ সালে 'দিল দিয়া হ্যায়' দিয়ে বলিউডে তাঁর অভিষেক হয়েছিল। কিন্তু হরভজন সিংয়ের সঙ্গে প্রেম ও বিয়ের পর অভিনয় জগৎ থেকে নিজেকে বেশ দূরেই সরিয়ে নিয়েছিলেন গীতা। এতদিন মন দিয়েসংসার ধর্ম পালন করেছেন সামলেছেন সন্তানদের। তবে ফের একবার অভিনয় জগতে ফিরছেন হরভজন সিংয়ের স্ত্রী। গীতা বসরা নিজেই এই কথা জানিয়েছেন। 

তাঁর এই কামব্যাকের জন্য অভিনেত্রী যাবতীয় কৃতিত্ব দিয়েছেন তার স্বামী হরভজন সিংকেই। গীতা জানিয়েছেন হরভজন তাদের দুই সন্তান মেয়ে হিনায়া ও ছেলে জোভানের দায়িত্ব নিতে রাজি হওয়ায় ফের কাজের জগতে ফিরতে পেরেছেন তিনি।

গীতা তাঁর ইনস্টাগ্রামে নিজের পরবর্তী ছবি 'নোটারি'-র ঘোষণা করেন এবং একটু ঝলকও দিয়ে দেন সিনেমার যাতে বোঝা যায় 'নোটারির' গল্প আসলে কি নিয়ে। এই সিনেমার শুটিং শুরুর আগে গীতা বসরা তাঁর পুরো পরিবারকে নিয়ে দুবাইতে সময় কাটিয়ে এসেছেন। তারপর দেশে ফিরেই জোরকদমে শুটিং শুরু করেন। এই ছবিটি ভোপালে শুট করা হয়। পবন ওয়াদেওয়ার অভিনীত 'নোটারি' সিনেমায় পরমব্রত-গীতা বসরা ছাড়াও অভিনয় করছেন শিব পণ্ডিত, প্রিয়া বন্দোপাধ্যায়, দলিপ তাহিল, দর্শনা বণিক সহ অন্যান্যরা।


Delhi High Court | "দাদু-ঠাকুমার সম্পত্তির ভাগ চাইতে পারবেন না নাতি-নাতনিরা" - রায় দিল্লি হাইকোর্টের
Rameshbabu Vaishali | গ্র্যান্ড সুইস চেসে দ্বিতীয়বার জিতলেন রমেশবাবু বৈশালী, ফের দাবায় বাজিমাত ভারতীয়দের
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
Weather Update | কাটছে ঘূর্ণাবর্ত, স্বস্তিতে মহানগর, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Kolkata Metro | কবি সুভাষের পর এবার শহীদ ক্ষুদিরাম! পুজোর মুখে টালিগঞ্জ থেকেই ফিরে যাবে ৩২টি ট্রেন
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla