সেলিব্রিটি

শুটিং এর জন্য মহানগরী কলকাতায় পা রাখলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল

শুটিং এর জন্য মহানগরী কলকাতায় পা রাখলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল
Key Highlights

সপ্তাহের শুরুতেই অভিনেতা ভিকি কৌশল এলেন কলকাতায়। জানা গিয়েছে শুটিং এর কাজে আগামী কয়েকটাদিন কলকাতাতেই থাকবেন অভিনেতা।

সোমবার কলকাতা বিমানবন্দরে দেখা মিলল অভিনেতা ভিকি কৌশলের। অভিনেতার পরনে ছিল কালো টি শার্ট, চোখে রোদচশমা, মাথায় টুপি। মেঘনা গুলজার পরিচালিত ছবি ‘স্যাম বাহাদুর’-এর শুটিংয়ের জন্য কলকাতায় এসেছেন তিনি। শুটিং এর জন্য ভিকির আসল গন্তব্য ব্যারাকপুর।

কলকাতায় এসেছেন ভিকি কৌশল, এবার আগামী চার-পাঁচ দিন শহরেই থাকবেন তিনি

তৎকালীন ভারতীয় সেনা প্রধান স্যাম ম্যানেকশ’র জীবনের উপর তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ভিকিকে। আর সেই ছবির শুটিং-এ আগামী চার থেকে পাঁচ দিন কলকাতায় থাকতে চলেছেন অভিনেতা। সূত্রের খবর, সোমবার ব্যারাকপুরের সেনা ছাউনি এলাকায় পৌঁছে সেখানে খানিক ওয়ার্কশপ এর পরিকল্পনা রয়েছে ভিকির। সেখানে সেনাবাহিনী অফিসারদের সঙ্গে কথাও বলবেন তিনি। তারপর মঙ্গলবার থেকে শুরু হবে ছবির শুটিং। ২২, ২৩,২৪ তিন দিন ব্যারাকপুরে সেনা অফিসারের বাংলোতেই হবে শুটিং। শেষ দিনের শুটিং হবে কলকাতার ফোর্ট উইলিয়ামে।

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পর ফের দেশাত্মবোধক ছবিতে দেখা যাবে ভিকিকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনার প্রধান ছিলেন স্যাম ম্যনেকশ । প্রায় চার দশক সেনাবাহিনীতে কাটিয়েছেন। নিজের কর্মজীবনে দেখেছেন পাঁচটা যুদ্ধ। এবার এমনই এক চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন ভিকি। পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে এটা ভিকির দ্বিতীয় ছবি। এর আগে পরিচালকের ‘রাজ়ি’ ছবিতে দেখা গিয়েছিল ভিকিকে।

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই কলকাতায় বলিউড তারকাদের আসা যাওয়া লেগেই রয়েছে। দিন কয়েক আগেই মেয়ে ভামিকাকে সঙ্গে নিয়ে আসেন শহরে ‘চাকদহ এক্সপ্রেস’ ছবির শুটিং সেরেছিলেন অনুষ্কা শর্মা। তার আগে ওয়েব সিরিজ় ‘ব্রাউন’-এর শুটিং করতে এসে কলকাতায় কয়েকটা দিন কাটিয়ে গিয়েছেন করিশ্মা কপূর। প্রসঙ্গত, সম্প্রতি ভিকির নতুন ছবি ‘গোবিন্দা নাম মেরা’ ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে।



Kolkata Traffic | রবিবার ব্রিগেডে গীতাপাঠ-ম্যারাথন, যান চলাচলে নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের
Weather Update | ডিসেম্বরে মহানগরে পারদপতন! একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
IndiGo Flight Chaos | ইন্ডিগো বিভ্রাট, CEO পিটার এলবার্সকে বরখাস্তের দাবি করছে কেন্দ্র!
Humayun Kabir | সাসপেন্ড হয়েও ‘বাবরি মসজিদ’- ভিত্তিপ্রস্তর স্থাপনের তদারকি করছেন হুমায়ুন কবীর!
Kakdwip | জারি হয়েছিল লুক আউট নোটিস, কাকদ্বীপে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে গ্রেপ্তার আইনজীবী
Modi-Trump | শুল্ক নিয়ে জট কাটাতে মোদি-ট্রাম্পের সাক্ষাৎ? সেপ্টেম্বরেই মুখোমুখি হতে পারেন দুই রাষ্ট্রনেতা!
Operation Sindoor | নেপাল সীমান্তে ঘাঁটি গেড়ে বসেছে ISI চর! জঙ্গিদের খোঁজে অ্যাকশনে গোয়েন্দাদপ্তর