বাড়িতে মোটেই থাকতে চাইছেন না বলিউডের ‘ছোটে নবাব’! কিন্তু কেন?

Monday, November 15 2021, 1:40 pm
highlightKey Highlights

"আরও সন্তান হয় যদি, বাড়িতে থাকলেই বিপদ!" বললেন ব্যস্ত সইফ আলি খান


কিছুদিন আগে "বান্টি অউর বাবলি ২"-র প্রচারে বলি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে বলি 'ছোটো নবাব' সাইফ আলী খান ‘দ্য কপিল শর্মা শো-এ এসেছিলেন। সেখানেই কপিল স্বয়ং সাইফের দিকে ছোড়ে প্রশ্নবাণ।

সেখানে সাইফ জানিয়েছেন, তিনি নিজেকে টানা কাজে ব্যস্ত রেখেছেন। ছোট নবাবের এই কথার পরিপ্রেক্ষিতে কারণ জানতে চাইলে তিনি জানান, গত ফেব্রুয়ারি মাসে ফের বাবা হয়েছেন তিনি। অনেকেই ভাবছেন তিনি পরিবারের সদস্য বৃদ্ধির চাপে বেশি কাজ করছেন; কিন্তু তা একদমই সঠিক নয়।

ছবিতে রয়েছে সস্ত্রীক বলিউডের "ছোটে নবাব"
ছবিতে রয়েছে সস্ত্রীক বলিউডের "ছোটে নবাব"

এর পরে তার আরও স্পষ্ট ব্যাখ্যা -“আমার ভয় করে। আমি যদি বাড়িতে বসে থাকি, তা হলে নির্ঘাত আমার আরও সন্তান হবে।“ সইফের কথায় হেসে গড়াগড়ি স্বয়ং কপিল-ই!

বিস্তারিত কথোপকথন জানতে নিচের ভিডিওটি দেখুন,

https://www.youtube.com/watch?v=xrRhRdVYkpM 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File