রণবীর-আলিয়ার বিয়ে খবর প্রকাশ্যে এল ; রাজস্থানেই নাকি বসবে বিয়ের আসর! | Alia-Ranbir

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের দৃশ্য নিয়ে গত ২০২০ সাল থেকে আলোচনা হচ্ছে এবং মনে করা হচ্ছে তারা এই বছরের এপ্রিলে স্বামী-স্ত্রী হতে চলেছে।
বলিউডের এই বহুল চর্চিত জুটির বিয়ে নিয়ে বন্ধু-বান্ধব থেকে শুরু করে তাঁদের অনুরাগীদের মধ্যে উত্তেজনা কম নেই। ২০১৮ সাল থেকে ডেটিং শুরু করেছেন দুজনে। এই কয়েকটি বছরে বহুবার বিয়ের গুঞ্জন নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন রণলিয়া জুটি। কিন্তু প্রতিবারই আশাহত হয়েছেন অনুরাগীরা।

২০২০ সাল থেকে তাদের বিয়ের বিষয়ে আলোচনা চলছে। সংবাদসংস্থা ইটাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, তাদের বিবাহের প্রস্তুতি চলছে। সম্প্রতি বলিউড তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও সেখানে সিক্স সেন্স রিসর্ট ফোর্ট বারওয়ারায় বিয়ে করেছিলেন। রণলিয়াও রাজস্থানের রণথম্বোরে বিয়ে করতে পারে কারণ এটি তাদের প্রিয় গন্তব্যগুলির মধ্যে একটি।

২০১৯ সালের একটি অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে প্রকাশ্যে রণবীরের প্রতি ভালবাসা জাহির করেন আলিয়া। তারপর থেকে কাপুর পরিবারের যেকোনো উৎসব অনুষ্ঠানে বাঁধাধরা সদস্য হয়ে উঠেছেন আলিয়া। সকলেরই অত্যন্ত প্রায় পাত্রী তিনি। তাই দুজনের বিয়ে নিয়েও কৌতূহল কম নেই মানুষের। শোনা গিয়েছিল ব্রহ্মাস্ত্র ছবির মুক্তির পরেই বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর আলিয়া। অভিনেতা নিজেও জানিয়েছিলেন , করোনা মহামারি না থাকলে এতদিনে শুভকাজটা সেরেই ফেলতেন তাঁরা।

- Related topics -
- বিনোদন
- লাইফস্টাইল
- আলিয়া ভট্ট
- রণবীর কাপূর
- অভিনেতা
- বলিউড