মাদককাণ্ডে ফের বিপদের সম্মুখীন ভারতী ও তাঁর স্বামী হর্ষ, ২০০ পাতার চার্জশিট দাখিল করা হয়েছে

Monday, October 31 2022, 12:13 pm
highlightKey Highlights

নারকোটিক ডিপার্টমেন্ট ২০০ পাতার একটি চার্জশিট দাখিল করেছে কৌতুক অভিনেত্রী ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাছিয়ার বিরুদ্ধে।


বিগত দুই বছর আগেই এই মাদক কাণ্ডের জেরে নাম জড়িয়েছিল বলিউডের জনপ্রিয় কমেডিয়ান দম্পতি ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার। তাঁদের ২০২০ সালে গ্রেফতার করা হয়েছিল এই মাদক কাণ্ডে। তবে পরে তাঁরা দুজনেই ছাড়া পেয়েই গিয়েছিলেন।

কমেডিয়ান দম্পতি ভারতী-হর্ষ এর বিরুদ্ধে ফের দাখিল করা হল ২০০পাতার চার্জশিট

২ বছর পর ওই দুজনের নামে দাখিল করা হল চার্জশিট। ভারতী এবং হর্ষকে বেল দেওয়া হয়েছিল বিশেষ এনডিপিএস কোর্টের তরফে। সেখানে শুনানি হয় এবং মেলে ছাড়। ২০২০ সালের ২১ নভেম্বর এই ঘটনা ঘটে। তাঁদের থেকে পাওয়া গিয়েছিল গাঁজা। সেটি পাওয়া গিয়েছিল তাঁদের অন্ধেরির বাড়ি থেকেই। পাওয়া গিয়েছিল ৮৬.৫ গ্রাম গাঁজা। বলিউডে ড্রাগের ব্যাবহার এই তল্লাশি চালাচ্ছিল এনসিবি। তল্লাশি চালানো হয় ভারতীর বাড়িতে। পাশাপাশি তাঁদের ব্যক্তিগত অফিসেও এই অভিযান চালানো হয়েছিল।

Trending Updates
ফের এনসিবির কবলে ভারতী-হর্ষ
ফের এনসিবির কবলে ভারতী-হর্ষ

মূলত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই ড্রাগ নিয়ে ধরপাকড় বাড়ায় মুম্বই পুলিশে। বিশেষ নজরে ছিল ভারতী সিং। সুশান্তের মৃত্যুর ঘটনায় পরে গ্রেফতার করা হয়েছিল সুশান্তের গার্লফ্রেন্ড রেয়া চক্রবর্তী , তাঁর ভাই সৌইক, কিছু কর্মচারী। এনডিপিএসের বিভিন্ন ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তবে যারা সেই সময় ড্রাগ কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন তাঁরা সবাই এখন ছাড়া পেয়ে গিয়েছে।

মাদক কান্ডের জেরে আটক কৌতুক শিল্পী ভারতী সিং
মাদক কান্ডের জেরে আটক কৌতুক শিল্পী ভারতী সিং

ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার বিরুদ্ধে বেআইনি মাদক সেবনের অভিযোগ ওঠে। সেই মতো ভারতী সিংয়ের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালান নারকোটিক্স কন্ট্রোল বিওরোর আধিকারিকরা। তাঁর বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। সেই সূত্রেই আজ ভারতী ও তাঁর স্বামীকে মুম্বই অফিসে ডেকে পাঠায় নারকোটিকস কন্ট্রোল বিউরো। জিজ্ঞাসাবাদের পর ভারতীকে গ্রেফতার করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File