বিজেপি

পুলিশি অত্যাচার নবান্ন অভিযানে! বিজেপির ২৫ পাতার রিপোর্টে ‘গুলি’ মন্তব্য অভিষেকের

পুলিশি অত্যাচার নবান্ন অভিযানে! বিজেপির ২৫ পাতার রিপোর্টে ‘গুলি’ মন্তব্য অভিষেকের
Key Highlights

নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ আনল বিজেপি। এই মর্মে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দেওয়া হল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট।

শনিবার ২৫ পাতার রিপোর্ট পেশ করা হল। সেই রিপোর্টে বিজেপির কেন্দ্রীয় কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। তারা পরিকল্পিত হিংসা চালানোর অভিযোগ তোলে পুলিশের বিরুদ্ধে।

১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তৃণমূলের লাগামছাড়া দুর্নীতিতে চোর ধরো জেল ভরো স্লোগানে। সেই অভিযানে গুরুতর জখম হন বেশ কিছু বিজেপি কর্মী। মহিলা কর্মীদের উপরও পরিকল্পিতভাবে সন্ত্রাস চালানো হয়। তবে এই ঘটনায় পুলিশও গুরুতর জখম হন। কিন্তু তা না উল্লখ থাকলেও বিজেপির নবান্ন অভিযানের প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'গুলি' মন্তব্যের বিষয়টি উল্লেখ করা হয়।

বিজেপির রিপোর্টে এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। তার পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপও দাবি করা হয়েছে। শনিবার জেপি নাড্ডার কাছে এই রিপোর্ট জমা দেয় বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সেই রিপোর্টে বলা হয়, বিজেপির শান্তিপূর্ণ অভিযানে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে পুলিশ।

বিজেপির কাউন্সিলর মীনাদেবী পুরোহিত ও অন্যান্য অনেক কর্মী গুরুতর আহত হয়েছেন। তার জন্য কাঠগড়ায় তোলা হয়ছে পুলিশকে। বিজেপি শান্তিপূর্ণভাবেই নবান্নের উদ্দেশ্যে মিছিল করছিল। কিন্তু পুলিশ অন্যায়ভাবে তাদের আটকেছে। রিপোর্টে বিজেপির কেন্দ্রীয় দল উল্লেখ করেছে, বাংলায় চরম অরাজকতা চলছে। এখানে আইনের শাসন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, তিনি পুলিশের জায়গায় থাকলে মাথায় গুলি করতেন। এতেই প্রমাণিত হয় পূর্ব পরিকল্পনা করেই পুলিশ হামলা চালিয়েছিল।

এই রিপোর্টে বিজেপির কেন্দ্রীয় দল কিছু প্রস্তাবও পেশ করেছেন। বিজেপি কর্মীদের উপর হিংসার ঘটনা খতিয়ে দেখতে অবিলম্বে রাজ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দলকে বাংলায় পাঠানোর কথা জানিয়েছেন। গোটা ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন। জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। পুরুষ পুলিশের দল মহিলা কর্মীদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করে জাতীয় মাবনবাধিকার কমিশশনকে সুপারিশ করা হয়েছে।


Earthen Pot | গরমে ফ্রিজের জল না খেয়ে মাটির কলসিতে রাখা জল খান! শরীর ঠান্ডা হওয়ার সঙ্গে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতাও!
Howrah South Point Foundation | ৫০ বছর ধরে প্রতিবন্ধী ও দুস্থ শিশুদের অভিভাবক হাওড়া সাউথ পয়েন্ট সোশ্যাল ওয়েলফেয়ার আন্ড কম্যুনিটি ডেভেলপমেন্ট সেন্টার!
Successful Businessman | ভারতের সফল ব্যবসায়ী রতন টাটা,ধীরুবাই আম্বানি,গৌতম আদানির প্রথম চাকরি কী ছিল জানেন? কেউ কাজ করতেন গ্যাস স্টেশনে, কেউ ওষুধের দোকানে!
ORS and Glucose Drink | গরমে উপকারের বদলে বিপদ ডেকে আনছে অতিরিক্ত ওআরএস-গ্লুকোজ! জানুন কতটা খেলে শরীর সুস্থ্য থাকবে?
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য